ভেঙে ফেলা হচ্ছে বাহানগা হাই স্কুল। সেই স্কুল, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর যেখানে ঠাঁই হয়েছিল শত শত মৃতদেহের। একটা আস্ত স্কুল বাড়ি রাতারাতি পরিণত হয়েছিল মর্গে। দেহ সরিয়ে নিয়ে যাওয়ার পর ব্লিচিং দিয়ে ধোয়া হয়েছে স্কুল ঘর। কিন্তু সকলেরই মনে রয়ে গেছে সেই ভয়াবহ স্মৃতি। দুর্ঘটনার আনন্দবাজার অনলাইন যখন ৬ দিন পর বাহানগা হাই স্কুলে যায়, তখন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু অভিভাবক প্রত্যেকেই নিজেদের ভয়ের কথা ব্যক্ত করেছিলেন। জেলা শাসককে তাঁরা জানিয়েছিলেন পড়ুয়াদের ভয়ের কথা। জানিয়েছিলেন ওই ক্লাস রুমে বসতে ভয় পাচ্ছে পড়ুয়ারা। ভয় পাচ্ছেন শিক্ষক শিক্ষিকারাও। তারপরেই প্রশাসনিক সিদ্ধান্ত হয় ভেঙে ফেলা হবে স্কুলবাড়িটি। নতুন ভবন তৈরি হবে। ততদিন পর্যন্ত অবশ্য পড়ুয়াদের ভবিষ্যৎ এখনও স্পষ্ট নয়।