Masood Azhar

দু’দশক পর প্রকাশ্যে মাসুদ আজ়হার, পাকিস্তানে ভাষণ, কন্দহরকাণ্ডের মাসুল গুনছে ভারত?

জইশ-ই-মহম্মদের অনলাইন ফোরামের দাবি অনুযায়ী, সদ্য পাকিস্তানে প্রকাশ্যে ভাষণ দেন মাসুদ আজ়হার। জইশ-প্রধানের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। ভারত কি ’৯৯-এর কন্দহরকাণ্ডের মাসুল গুনছে?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩
Share:
Advertisement

মাসুদ আজ়হার। ভারতে ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিনেতা। রাষ্ট্রপুঞ্জের কাছে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’। ১৯৯৯ সালে যাঁকে কন্দহর বিমান ছিনতাইয়ে আটক যাত্রীদের ছাড়াতে মুক্তি দেয় ভারত। দীর্ঘ দু’দশক তাঁর কোনও হদিস ছিল না। পাকিস্তানের দাবি, আফগানিস্তানে গা ঢাকা দিয়েছেন জইশ-ই-মহম্মদ প্রধান। সেই মাসুদ ফের প্রকাশ্যে। সম্প্রতি তাঁর পাকিস্তানে ভাষণ দেওয়ার খবরে ক্ষুব্ধ ভারত। কী ভাবে উত্থান মাসুদ আজ়হারের? কন্দহর-কাণ্ডে কী ভাবে মুক্তি পান জইশ-প্রধান? ২৫ বছর আগের সেই ঘটনার মাসুল গুনছে ভারত?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement