‘ইন্ডিয়ান পিনাল কোড, ১৮৬০’, ‘কোড অফ ক্রিমিনাল প্রসিডিয়োর, ১৯৭৩’ এবং ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ১৮৭২’— এত দিন ভারতের ফৌজদারি বিচার হত এই তিন আইন মেনে। অগস্টে বাদল অধিবেশনেই ওই তিনটি ফৌজদারি বিধি বদলাতে নতুন তিনটি বিল আনে মোদী সরকার। সংসদের স্ট্যান্ডিং কমিটির সুপারিশ অনুযায়ী বিলগুলির প্রথম খসড়া পরিমার্জন করে ফের লোকসভায় পেশ করা হল ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ও ভারতীয় সাক্ষ্য বিল, ২০২৩। শুরু থেকেই এই নয়া বিল নিয়ে আপত্তি জানিয়েছে কংগ্রেস, তৃণমূল এবং ডিএমকে-র মতো বিরোধী দলগুলি।