প্রতিবেদন: সুদীপ্তা
বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। তার ফলেই উত্তুরে বাতাস হঠিয়ে পূবালি হাওয়া ঢুকছে বাংলায়। তাই আপাতত শীতকে বিদায় জানানোর পালা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস জানাচ্ছে, নতুন বছর শুরু হবে এই আবহাওয়াকে সঙ্গী করেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে কোথাও পরিষ্কার, কোথাও বা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তবে উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাওই বৃষ্টির পূর্বাভাস নেই।