প্রতিবেদন: সৌরভ ও রিঙ্কি, সম্পাদনা: সৈকত
শুক্রবার সকাল থেকে ফের উত্তপ্ত সন্দেশখালি। বেড়মজুর এলাকায় লাঠি-ঝাঁটা হাতে দলে দলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। ওই পরিস্থিতিতে সন্দেশখালির দু’টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ডিআইজি বারাসাতকে নিয়ে আসরে নামেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। গ্রামবাসীদেরকে সরাসরি জানিয়ে দেন, বিক্ষোভ দেখালে জমি ফেরতের প্রক্রিয়া চালানো সম্ভব নয়। “জ্বর হলে ওষুধ দিতে হবে। আইন মানতে হবে। প্রশাসনকে সহযোগিতা করতে হবে,” ক্ষুব্ধ গ্রামবাসীদের উদ্দেশে বলেন এডিজি। নিজের ফোন থেকে জেলাশাসকের সঙ্গে গ্রামবাসীদের কথাও বলিয়ে দেন তিনি।