নতুন শিক্ষা নীতিতে ভাষা শিক্ষা নিয়ে বিতর্ক নতুন না। তামিল তথা দক্ষিণ ভারতের বাসিন্দাদের উপর দিল্লির সরকারের জোর করে হিন্দি চাপানোর অভিযোগ দক্ষিণের নাগরিক সমাজ এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলির দীর্ঘদিনের। সম্প্রতি এ নিয়ে নতুন করে জল ঘোলা চলছে। এই আবহে মোদীর বলা কথাগুলি নিয়ে ধন্দ দক্ষিণে। জাতীয় শিক্ষানীতির মধ্যে দিয়ে ঘুরপথে তাদের উপর হিন্দি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। তা নিয়ে প্রতিবাদ জানিয়ে মোদীকে পাঠানো চিঠির জবাব এসেছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের থেকে। যা নিয়ে শুরু রাজনীতির লড়াইও। এই আবহে বোমা ফাটালেন তামিলনাড়ুর রাজনৈতিক দল ‘মাক্কাল নিধি মাইয়ম’ বা MNM-এর প্রধান তথা অভিনেতা কমল হাসন। দিল্লির মোদী সরকারকে এক রকম হুঁশিয়ারি দিয়ে বললেন, ভাষা নিয়ে খেলা নয়।