প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: সিদ্ধার্থ, সম্পাদনা: সুব্রত
নীলচে টি-শার্ট আর হাঁটু অবধি ট্রাউজারে সামনে এলেন গোয়েন্দা। আনন্দবাজার অনলাইন প্রশ্ন রেখেছিল, ‘‘হেলেন মানে ক্যাবারে ইফতেকার পুলিশ অফিসার আর আবীর মানেই গোয়েন্দা...।’’ আবীর জানালেন ‘সোনাদা’ তাঁর কাছে গোয়েন্দার চেয়েও বুদ্ধিদীপ্ত ইতিহাসের অধ্যাপক। যিনি এ বার দুর্গাপুজোয় কর্ণসুবর্ণের গুপ্তধনের সন্ধানে যাবেন।
আর সোনাদাকে সঙ্গ দেবেন ঝিনুক ও আবীর তথা ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় তিন বছর পর ফিরছে জনপ্রিয় সিরিজ। ‘গুপ্তধনের সন্ধানে’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর পর লম্বা অপেক্ষা, তিন বছর পর ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ নিয়ে ফিরছেন আবীর চট্টোপাধ্যায়, ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তী। আবীর বললেন, ‘‘ব্যোমকেশের তুলনায় সোনাদা অনেক বেশি কাছের মানুষ বলে মনে হয়। যার সঙ্গে পাড়ার রকে আড্ডাও দেওয়া যায়। প্রশ্রয়ও পাওয়া যায়। আবার ধমকের জন্য প্রস্তুত থাকতে হয়।’’