কাঠফাটা গরমে হাঁসফাঁস করছে পশুপাখিরা। তীব্র গরমে জলশূন্যতায় ভুগছে অনেকেই। এই পরিস্থিতে আশার আলো দেখাচ্ছে আমদাবাদের জীবদয়া দাতব্য পশু হাসপাতাল। গৃহপালিত, অসুস্থ বা আহত পশুপাখিদের তাপদাহ থেকে রক্ষা করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে ওই বেসরকারি হাসপাতাল। কর্তৃপক্ষদের কথায়, “পশুপাখিদের জলশূন্যতা থেকে বাঁচাতে ওআরএস মেশানো জল নিয়মিত দেওয়া হচ্ছে। খাঁচায় লাগানো হয়েছে সবুজ জাল এবং কুলারও।” গোটা আমদাবাদ শহর থেকে পশুপ্রেমীরা আহত পোষ্যদের শুশ্রূষার জন্য নিয়ে আসেন এই পশু হাসপাতালেই।