মণিপুরের পরিস্থিতি দেখতে গেলেন ‘ইন্ডিয়া’র সাংসদেরা। লোকসভায় বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের সুস্মিতা দেব, ডিএমকের কানিমোঝি, সিপিএমের এএ রহিম, জেডিইউয়ের লালন সিংহের মতো বিরোধী জোটের সাংসদেরা। শনিবার ইম্ফলে নেমেই প্রতিনিধি দল হেলিকপ্টারে চূড়াচাঁদপুরে পৌঁছয়। জনজাতি অধ্যুষিত চূড়াচাঁদপুরে হিংসায় ঘরছাড়াদের আশ্রয় শিবির ঘুরে দেখে। অধীর বলেন, ‘‘মণিপুরের ঘটনায় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।’’