প্রতিবেদন: প্রচেতা ও সৌরভ, সম্পাদনা: সুব্রত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল শহর কলকাতা। যার আঁচ পড়েছিল গোটা রাজ্যে। ছাত্রমৃত্যুর ঘটনার পরেই গঠন করা হয়েছিল অভ্যন্তরীণ তদন্ত কমিটি। তদন্ত করে ৪৬ পাতার একটি রিপোর্টও জমা দেয় এই কমিটি। বেশ কয়েক জন ছাত্রকে শাস্তি দেওয়ার সুপারিশও করা হয়। সেই ঘটনার সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার-সহ অন্যান্য শাস্তিরও সুপারিশ করেছিল ওই কমিটি। কিন্তু এই কমিটির তদন্তের কোনও এক্তিয়ার আদৌ ছিল কি না,এত দিন পরে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী মঙ্গলবার কর্মসমিতি (ইসি)-র বৈঠক। কিন্তু সেখানে এই রিপোর্ট পেশ করা হবে কি না তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ববিদ্যালয় অন্দরে।