মানুষের অসুখ হয়। সুস্থ হতে প্রয়োজন চিকিৎসক, হাসপাতালের। এদেরও অসুখ করে। কখনও জিভ শুকিয়ে যায়, কখনও মাথা ভেঙে যায়। জিভ সারাতে হয়। আবার কখনও মাথা বদলাতে হয়। পেটে দিতে হয় কালো তরল। তবেই এরা চলে তরতরিয়ে। এরা মানুষের হৃদয়ে থাকে। অর্থাৎ বুক পকেটে। কলকাতার ধর্মতলার মোড়ে রয়েছে এদের প্রায় ৭৭ বছরের পুরনো হাসপাতাল: পেন হাসপাতাল।