৩ ডিসেম্বর, ১৮৮২

বিহারের মুঙ্গেরে জন্মগ্রহণ করেন চিত্রশিল্পী নন্দলাল বসু। অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য এই শিল্পী ‘ভারতীয় ধারা’য় চিত্র আঁকার জন্য বিশেষ পরিচিত ছিলেন। তাঁর শিল্পকলার মধ্যে ভারতের পৌরাণিক কাহিনী, গ্রামবাংলার জীবনকাহিনি বিশেষ উল্লেখযোগ্য। ১৯২২ সালে তিনি শান্তিনিকেতন কলাভবনের অধ্যক্ষ নিযুক্ত হন। তাঁর আঁকা লবণ সত্যাগ্রহী গাঁধীজির লাঠি নিয়ে হাঁটার ছবিটি অহিংস আন্দোলনের প্রতীকী হয়ে উঠেছিল। ১৯৫৪ সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কার পান। তাঁর অনবদ্য কৃতিত্বের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ‘দেশিকোত্তম’ খেতাব দেয়।

Advertisement
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৫ ০০:১১
Share:

বিহারের মুঙ্গেরে জন্মগ্রহণ করেন চিত্রশিল্পী নন্দলাল বসু। অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য এই শিল্পী ‘ভারতীয় ধারা’য় চিত্র আঁকার জন্য বিশেষ পরিচিত ছিলেন। তাঁর শিল্পকলার মধ্যে ভারতের পৌরাণিক কাহিনী, গ্রামবাংলার জীবনকাহিনি বিশেষ উল্লেখযোগ্য। ১৯২২ সালে তিনি শান্তিনিকেতন কলাভবনের অধ্যক্ষ নিযুক্ত হন। তাঁর আঁকা লবণ সত্যাগ্রহী গাঁধীজির লাঠি নিয়ে হাঁটার ছবিটি অহিংস আন্দোলনের প্রতীকী হয়ে উঠেছিল। ১৯৫৪ সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কার পান। তাঁর অনবদ্য কৃতিত্বের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ‘দেশিকোত্তম’ খেতাব দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement