অভিনেত্রী শাবানা আজমির জন্ম। ১৯৭৪-এ মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম ছবি ‘অঙ্কুর’। এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পান। বাণিজ্যিক ছবির পাশাপাশি আর্ট ফিল্মে অভিনয়ের জন্যও সমান খ্যাতি অর্জন করেছেন। শুধু অভিনয়ই নয়, সমাজসেবী হিসাবেও তিনি সুপরিচিত। ‘ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল’ ও ‘ন্যাশনাল এডস কমিশন’-এর সদস্য শাবানা অভিনয়জীবনে ৫টি জাতীয় পুরস্কার পেয়েছেন। ১৯৯৮-এ তিনি ‘ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড’-এর গুডউইল অ্যাম্বাসাডর নিযুক্ত হন। তাঁর অভিনীত অন্যতম সেরা ছবিগুলি— নিশান্ত, জুনুন, শতরঞ্জ কে খিলাড়ি, স্পর্শ, পরবরিশ ইত্যাদি। ১৯৮৮-এ পদ্মশ্রী ও ২০১২-তে পদ্মভূষণ খেতাব পেয়েছেন।