Android phones

কৃত্রিম বুদ্ধির ডাকে দেবে সাড়া, র‌্যাম-স্টোরেজ বদলে অ্যান্ড্রয়েড ফোনের সংজ্ঞা পাল্টাতে চলেছে গুগ্‌ল!

অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে একাধিক প্রযুক্তিগত বদল করতে চাইছে গুগ্‌ল। আর তাই ফোন প্রস্তুতকারী সংস্থাগুলিকে র‌্যাম ও স্টোরেজ বদলানোর পরামর্শ দিয়েছে এই মার্কিন টেক জায়ান্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৫:৫৫
Share:
Representative Picture

—প্রতীকী ছবি।

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরই বাজারে আসবে অ্যান্ড্রয়েড ফোনের ১৬তম সংস্করণ। সেখানে বড় রকমের প্রযুক্তিগত পরিবর্তন করতে ইচ্ছুক গুগ্‌ল। আর তাই অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাদের হার্ডঅয়্যার উন্নত করার পরামর্শ দিয়েছে এই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট সংস্থা। সূত্রের খবর, নতুন সংস্করণে গ্রাহকের সামনে পুরোপুরি ভাবে খুলে যাবে কৃত্রিম মেধার (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) দুনিয়া।

Advertisement

গুগ্‌ল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ফোনের নতুন সংস্করণের প্রযুক্তিগত বদল সংস্থাটির মোবাইল সার্ভিসেস নীতির অংশ। এর জন্য র‌্যাম এবং স্টোরেজের পরিবর্তনকে স্বাগত জানাবেন তারা। শুধু তা-ই নয়, আগামী দিনে এআইয়ের নতুন বৈশিষ্ট্য বাজারে আনবে এই মার্কিন বহুজাতিক টেক জায়ান্ট। তার জন্য এখন থেকে বাজেট ফোনগুলির অপারেটিং সিস্টেম ওএসে আপডেট পাঠানো হচ্ছে।

বর্তমানে বাজারে বিক্রি হওয়া অ্যান্ড্রয়েড ফোনগুলিতে র‌্যাম থাকে দুই থেকে তিন গিগাবাইট (জিবি)। সূত্রের খবর, ১৬তম সংস্করণে যে ডিভাইসগুলি বাজারে আসবে, তাতে থাকবে চার থেকে ছ’জিবি র‌্যাম। এতে ফোনে থাকা যাবতীয় সফ‌্টঅয়্যারের গতি যে অনেকটাই বাড়বে, তা বলাই বাহুল্য।

Advertisement

এই পরিবর্তন বেশির ভাগ স্টক অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে গুগ্‌ল। স্যামসাং বা শাওমির মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলি নিজেরাই সংশ্লিষ্ট বদল তাদের নতুন সংস্করণের অ্যান্ড্রয়েড ফোনে আনতে পারবে। ফলে এই সংস্থাগুলির ক্ষেত্রে কোনও কিছু বাধ্যতামূলক রাখছে না গুগ্‌ল।

র‌্যামের পাশাপাশি ফোনের স্টোরেজ অনেকটা বাড়ানোর পক্ষপাতী এই মার্কিন বহুজাতিক টেক জায়ান্ট। সূত্রের খবর, অ্যান্ড্রয়েড ফোনগুলিতে ন্যূনতম ৩২ জিবি স্টোরেজ থাকুক, চাইছে গুগ্‌ল। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টোরেজের ৭৫ শতাংশ জুড়ে থাকবে সিস্টেম অ্যাপ, সিস্টেম ফাইল এবং অন্যান্য ফাইল।

উল্লেখ্য, এর আগে বাজারে আসে ১৬ জিবি স্টোরেজের অ্যান্ড্রয়েড ফোন। তাতে বেশ খুশি ছিল গুগ্‌ল। কিন্তু, প্রযুক্তির দুনিয়ায় বদল হওয়ায় এখন একে দ্বিগুণ করতে চাইছে মার্কিন টেক জায়ান্ট। আগামী দিনে ফোনের প্রযুক্তি আপডেটের সুবিধা আরও বৃদ্ধি করার ইঙ্গিত দিয়েছে গুগ্‌ল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement