হারের সঙ্গে চোটের ধাক্কা হজম করছেন ফান গল

দুঃস্বপ্নের প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এক বছর পরে চ্যাম্পিয়ন্স লিগে নেমে প্রথম ম্যাচেই ১-২ হারল লুইস ফান গলের টিম। তা-ও আবার তুলনামূলক ভাবে দুর্বল দল পিএসভি আইন্দোভেনের কাছে। ফান গলের দুর্ভাগ্য এখানেই শেষ হয়ে যাচ্ছে না। তাঁর জন্য আরও খারাপ খবর, ম্যাচে ডান পা ভেঙে ফুলব্যাক লুক শ বেশ কিছু দিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৪:২১
Share:

ভয়ঙ্কর সেই ট্যাকল। লুক শ’কে ছ’মাসের জন্য যা মাঠের বাইরে ছিটকে দিল। ছবি: এএফপি।

দুঃস্বপ্নের প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এক বছর পরে চ্যাম্পিয়ন্স লিগে নেমে প্রথম ম্যাচেই ১-২ হারল লুইস ফান গলের টিম। তা-ও আবার তুলনামূলক ভাবে দুর্বল দল পিএসভি আইন্দোভেনের কাছে। ফান গলের দুর্ভাগ্য এখানেই শেষ হয়ে যাচ্ছে না। তাঁর জন্য আরও খারাপ খবর, ম্যাচে ডান পা ভেঙে ফুলব্যাক লুক শ বেশ কিছু দিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন।

Advertisement

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে অবশ্য প্রত্যাশিত ভাবেই জয় পেয়েছে প্যারিস সাঁ জাঁ, জুভেন্তাস, আটলেটিকো মাদ্রিদ।

ঠিক কত দিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন লুক, সেটা নিশ্চিত করে বলতে পারছেন না ম্যাঞ্চেস্টার কোচও। ‘‘ভয়ঙ্কর ব্যাপার এটা! যখন ড্রেসিংরুমে ওকে নিয়ে যাওয়া হচ্ছিল, ওর মুখে অক্সিজেন মাস্ক। চোখ থেকে জল পড়ছে,’’ ফান গলের কথায় তাঁর বিধ্বস্ত মনোভাব স্পষ্ট। সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমি ডাক্তার নই। তাই ঠিক বলতে পারব না ওর কত দিন লাগবে মাঠে ফিরতে। তবে যে ভাবে পায়ের দু’টো জায়গা ভেঙেছে তাতে মাঠে ফিরতে ছ’মাস লেগে যেতে পারে।’’

Advertisement

মঙ্গলবার ম্যাচে লুক বক্সে ঢোকার সময় আইন্দোভেনের মেক্সিকান তারকা হেক্টর মোরিনো বিপজ্জনক ট্যাকেল করেন লুককে। পরে তিনি বলেন, ‘‘আমি খুবই দুঃখিত। আমি ভেবেছিলাম বলটায় মারছি। আশা করি লুক দ্রুত মাঠে ফিরে আসবে।’’ ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল ম্যাঞ্চেস্টার। কিন্তু বিরতির আগে মোরিনোই সমতায় ফেরান আইন্দোভেনকে। দ্বিতীয়ার্ধে ম্যাক্সিম লেস্টিয়েনের ক্রস থেকে দলকে এগিয়ে দেন লুসিয়ানো নারসিং।

হারল ম্যাঞ্চেস্টার সিটিও। ঘরের মাঠে প্রথমে জিওর্জিও কিয়েলিনির বিতর্কিত আত্মঘাতী গোলে এগিয়ে গেলেও মারিও মান্ডজুকিচ এবং আলভারো মোরাতা সেরি এ চ্যাম্পিয়নদের জয় এনে দেন। ইপিএলে পাঁচ ম্যাচে পাঁচটা জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথমেই হেরে গিয়ে ম্যান সিটির সমর্থকেরা বেশ অবাক। ফরাসি ফরোয়ার্ড আন্তোয়াঁ গ্রিজম্যানের জোড়া গোলের দাপটে আবার আটলেটিকো মাদ্রিদ ২-০ হারাল গালাতাসারেকে।

এ দিকে ম্যাঞ্চেস্টার থেকে প্যারিস সাঁ জাঁয় এসেই দুরন্ত ফর্মে অ্যাঞ্জেল দি মারিয়া। মঙ্গলবার মালমোর বিরুদ্ধে ম্যাচের গোড়াতেই দলকে এগিয়ে দেন আর্জেন্তিনীয় তারকা। এডিনসন কাভানি বিরতির পর ব্যবধান বাড়ান। তবে যে ক্লাবে কেরিয়ার শুরু করেছিলেন, তাদের বিরুদ্ধে নেমে খুব একটা দাপট দেখাতে পারেননি জ্লাতান ইব্রাহিমোভিচ। চোটের থাবায় আক্রান্ত সুইডিশ মহাতারকাকে ম্যাচ শেষের আগেই তুলে নেন সাঁ জাঁ কোচ লরা ব্লাঁ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement