বৃষ্টির আশঙ্কা বিজয় হাজারেতে

সায়নকে খেলানোর সিদ্ধান্ত বাংলা শিবিরে

ব্যাটিংয়ে শক্তি বাড়াতে বুধবার সায়নশেখর মণ্ডলকে চূড়ান্ত এগারোয় রাখবে বাংলা। সোমবার বিজয় হাজারে ট্রফির আঞ্চলিক পর্বে ঝাড়খন্ডের বিরুদ্ধে দলের ব্যাটিংয়ের অবস্থা দেখে টিম ম্যানেজমেন্ট ত্রিপুরার বিরুদ্ধে পেসার বি অমিতের বদলে সায়নকে খেলানোর সিদ্ধান্ত নিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৪ ০৮:৫২
Share:

ব্যাটিংয়ে শক্তি বাড়াতে বুধবার সায়নশেখর মণ্ডলকে চূড়ান্ত এগারোয় রাখবে বাংলা। সোমবার বিজয় হাজারে ট্রফির আঞ্চলিক পর্বে ঝাড়খন্ডের বিরুদ্ধে দলের ব্যাটিংয়ের অবস্থা দেখে টিম ম্যানেজমেন্ট ত্রিপুরার বিরুদ্ধে পেসার বি অমিতের বদলে সায়নকে খেলানোর সিদ্ধান্ত নিল।

Advertisement

আগের দিন মাত্র ১৩৭ রানে অল আউট হয়ে ঝাড়খণ্ডের কাছে হেরে যাওয়ার পর এখন যা অবস্থা, তাতে মূলপর্বে উঠতে বাংলাকে পরের দুই ম্যাচে জিততে হবে। তাই ত্রিপুরার বিরুদ্ধে কোনও ঝুঁকি নিতে চায় না বাংলা শিবির। কিন্তু মঙ্গলবার থেকে ফের হাল্কা বৃষ্টি শুরু হওয়ায় বাংলা শিবিরে আশঙ্কা দেখা দিয়েছে। খেলা না হয়ে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হলে বাংলারই ক্ষতি।

কারণ, তিনটি ম্যাচে ছ’পয়েন্ট পেয়ে প্রথম তিনে রয়েছে ত্রিপুরা। পয়েন্ট ভাগাভাগি হলে ত্রিপুরা দু’পয়েন্ট পাবে। সেক্ষেত্রে অসমের বিরুদ্ধে বাংলাকে ডু অর ডাই ম্যাচ খেলতে নামতে হবে। বাংলা শিবিরে অবশ্য আশা, বুধবার ম্যাচ হবে। মঙ্গলবার রাতে রাঁচি থেকে ফোনে কোচ অশোক মলহোত্র বললেন, “হাল্কা বৃষ্টি হচ্ছে এখানে। জানি না কাল বৃষ্টি বাড়বে কি না। না বাড়লে আশা করি খেলা পুরোই হবে। আমাদেরও জিততে হবে। গতকালের ম্যাচের পর দলের ছেলেরা এখন অনেক সচেতন। আজ প্র্যাকটিসের পর সবাই বলেছে, কাল জেতার জন্যই নামবে। ছেলেরা নিজেদের গুছিয়ে নিয়েছে বলেই মনে হচ্ছে।”

Advertisement

অসমের কাছে প্রথম ম্যাচে হারার পর ত্রিপুরা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নেয় ও সোমবার ওড়িশাকে হারিয়ে তাদের লড়াই থেকে ছিটকে দিয়ে আপাতত নিজেরাও দৌড়ে রয়েছে। দুই ম্যাচে বাংলার চার পয়েন্ট। বুধবার ত্রিপুরাকে হারাতে না পারলে তাদের মূলপর্বে ওঠা কঠিন হয়ে পড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement