আকস্মিক দুঃসংবাদে আক্রান্ত লিও মেসিরা। বিশ্বকাপ কভার করতে আসা আর্জেন্তিনার তরুণী সাংবাদিক মারিয়া সোলেদাদ ফের্নান্দেজের দুর্ঘটনায় মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে টিমে। বুধবার প্র্যাকটিসের পর যে জন্য সাংবাদিক বৈঠক বাতিল হয়।
সাও পাওলো থেকে বেলো হরাইজন্তে আসার পথে দুর্ঘটনায় পড়েন সে দেশের প্রখ্যাত সাংবাদিক মিগুয়েল ‘টিটি’ ফের্নান্দেজের মেয়ে মারিয়া। ঘটনায় তাঁর দুই সঙ্গীও আহত হন। আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব খুয়ান কার্লোস ক্রেসপি বলেন, “মারিয়ার মৃত্যুতে প্লেয়াররা শোকস্তব্ধ। আঘাত পেয়েছে সবাই। ওদেরও তো সন্তান রয়েছে। মারিয়াকে সবাই খুব ভালবাসত।” টিম, অফিসিয়াল আর সাংবাদিকরা এক মিনিট নিরবতা পালন করেন। ফেসবুকে শোকবার্তা দেন মেসিও। পরে ক্রেসপি বলেন, “মিডিয়ার কাছে ক্ষমা চাইছি। আজ সাংবাদিক বৈঠক হচ্ছে না। আমার মতো বয়স্ক লোকেরও ঘটনাটায় গভীর প্রভাব পড়েছে। বাচ্চাদের বাবা-মার শেষকৃত্য করাটা স্বাভাবিক। উল্টোটা নয়।”
এ দিন আবার প্র্যাকটিসে সের্জিও আগেরো নেমেছিলেন। নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচের মধ্যেই উরুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। মিডিয়ায় জল্পনা ছড়িয়ে পড়েছিল গোটা টুর্নামেন্টেই তাঁকে আর পাওয়া যাবে না। পরে আর্জেন্তিনার টিম ফিজিও অবশ্য জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, “আগেরো বিশ্বকাপের বাইরে এখনই সেটা বলা যাবে না। আমরা দ্রুত ওকে ফিট করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।” তবে প্র্যাকটিসে নামলেও ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার খুব বেশিক্ষণ মাঠে ছিলেন না। মিনিট পনেরো তাঁকে বল পায়ে দৌড়তে দেখা যায়। পরে আর্জেন্তিনার টিম সূত্রে জানা যায়, চোট কতটা সেরেছে সেটা পরীক্ষা করতেই আগেরোকে এ দিন প্র্যাকটিসে নামানো হয়েছিল। তবে ঠিক কবে থেকে তিনি মাঠে নামতে পারবেন সে ব্যাপারে পরিষ্কার করে কিছু জানানো হয়নি।