বিশ্বকাপে হয়তো নেই আগেরো

লিওর সামনে কাঁটার পর্বত তুলছেন আল্পসের মেসি

বিশ্বকাপে আরও এগিয়ে যাওয়ার সরণিতে লিও মেসিদের সামনে ফের জার্মান-কাঁটা! ঠিক চার বছর আগের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মতোই। যেখানে জার্মানির হাতে ০-৪ চুরমার হয়েছিল আর্জেন্তিনা। কিন্তু ব্রাজিলে তো শেষ ষোলোয় আর্জেন্তিনার সামনে সুইৎজারল্যান্ড! জার্মান-কাঁটা আসছে কোত্থেকে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুন ২০১৪ ০৩:৩১
Share:

শাকিরির (২৩ নম্বর জার্সি) সৌজন্যে বিশ্বকাপে সুইসরা এখন আরও বর্ণময়।

বিশ্বকাপে আরও এগিয়ে যাওয়ার সরণিতে লিও মেসিদের সামনে ফের জার্মান-কাঁটা! ঠিক চার বছর আগের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মতোই। যেখানে জার্মানির হাতে ০-৪ চুরমার হয়েছিল আর্জেন্তিনা।

Advertisement

কিন্তু ব্রাজিলে তো শেষ ষোলোয় আর্জেন্তিনার সামনে সুইৎজারল্যান্ড! জার্মান-কাঁটা আসছে কোত্থেকে?

আছে-আছে। সুইসদের প্রধান অস্ত্রই যে বায়ার্ন মিউনিখের ফুটবলার! জার্মান লিগ বুন্দেশলিগার একমেবদ্বিতীয়ম বায়ার্ন মিউনিখ।

Advertisement

শুধু কী এটাই! মঙ্গলবার সাও পাওলোর মাঠে নীল-সাদা জার্সিতে যেমন লিওনেল মেসি থাকবেন, তেমনই বিপক্ষে লাল জার্সিতে থাকবেন ‘আলপাইন মেসি’!

হ্যাঁ, সুইৎজারল্যান্ডের বিশ্বকাপ নায়ক, বায়ার্ন মিউনিখের উইং হাফ জারদান শাকিরি-র ডাকনাম ‘দ্য আলপাইন মেসি’।

তা আল্পসের মেসি আসল মেসির দলকে কতটা বেগ দিতে পারবেন? ফুটবলমহলে ম্যাচটাকে দেখা হচ্ছে ডেভিড বনাম গোলিয়াথ হিসাবে! কিন্তু বুধবারের রাতের পর সেই ক্যাচলাইনে অনেক আঁচড় পড়েছে। চার বছর আগে এই একই তারিখে হন্ডুরাসের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ লিগ থেকে নক আউটে উঠতে পারেনি সুইৎজারল্যান্ড। গতকালও মধ্য আমেরিকার দেশটির ফুটবলাররা সুইসদের হুমকি দিয়েছিলেন, গত বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাবেন। কিন্তু সব হুমকি শাকিরি-ঝড়ে উড়ে যায়। ২০১৪ বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক-ঝড়ে। ইউরোপিয়ান ফুটবল মিডিয়া যার নাম দিয়েছে ‘শাক-ফ্যাক্টর’। হন্ডুরাসের সব আস্ফালন যে শুষে নিয়েছেন জারদান শাকিরি!

বছর বাইশের সুইস মিডিওর জাতীয় দলের ২৩ নম্বর জার্সি গায়ে এটা দ্বিতীয় হ্যাটট্রিক। ফিফার সরকারি ওয়েবসাইটে শাকিরি সম্পর্কে লেখা আছে ‘বল পায়ে কখন কী করে দেবেন কেউ জানে না! দু’পায়ে বল কন্ট্রোল আর প্রচণ্ড জোরে শট নিতে পারেন। বিপক্ষের আঠারো গজ বক্সের যে কোনও জায়গায় ভয়ঙ্কর। গোলটা দারুণ চেনেন। সতীর্থদের পাস করার চোখ অসাধারণ।’ যেটা লেখা নেই শাকিরি বড় ম্যাচের প্লেয়ার। জীবনের প্রথম আন্তর্জাতিক গোল ২০১২ ইউরো কোয়ালিফাইংয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই টুর্নামেন্টেই বুলগেরিয়া ম্যাচে হ্যাটট্রিক। আর্জেন্তিনা? তাদের বিরুদ্ধেও গোল আছে শাকিরির। ২৯ ফেব্রুয়ারি, ২০১২ বার্নে আর্জেন্তিনার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে সুইৎজারল্যান্ড ১-৩ হারলেও ম্যাচের প্রথম গোল করে শাকিরি-ই দলকে এগিয়ে দিয়েছিলেন।

ওই বছরই বায়ার্নে যোগ দিয়েছিলেন বাসেল থেকে। বাসেলেই অবশ্য শাকিরির নায়ক হয়ে ওঠা। ২০১১-এ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে অ্যালেক্স ফার্গুসনের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গ্রুপ লিগও টপকাতে না পারার লজ্জার অন্যতম কারণ শাকিরির বাসেল। দু’পর্বেই ম্যান ইউ হেরেছিল শাকিরির দলের কাছে। বায়ার্নে যেমন খেলেন শাকিরি, তেমনই সুইৎজারল্যান্ড সিনিয়র টিমে তাঁর অভ্যুত্থানের পিছনেও জার্মান ফ্যাক্টর। সুইস জাতীয় দলের প্রবাদপ্রতিম জার্মান কোচ অটোমার হিজফিল্ড ২০১০ বিশ্বকাপে কতকটা অপ্রত্যাশিত ভাবেই নিয়ে গিয়েছিলেন আঠারোর টিনএজার শাকিরিকে। চার বছর পর যিনি ব্রাজিলে হিজফিল্ডের প্রধান অস্ত্র। অনেক পরিণত, উন্নত। কী আশ্চর্য! এখানেও মেসিদের বিপক্ষে সেই জার্মান-ফ্যাক্টর।

হিজফিল্ডের সুইস বাহিনী পেলের দেশে ফুল ফোটাচ্ছে ৪-২-৩-১ ছকে। ডিপ ডিফেন্সে রিকার্ডো-জোহান-ফাবিয়ান-স্তেফানের সামনে দুই হোল্ডিং মিডিও ইনলার ও বেহরামি। তিন অ্যাটাকিং মিডফিল্ডার মেহমোদি, জাকা এবং শাকিরি। সামনে একা স্ট্রাইকার ড্রামিচ। তবে শাকিরির পজিশনটা আসলে জার্মানি দলে টমাস মুলারের মতোই সামান্য পিছন থেকে খেলা স্ট্রাইকার। অর্থাৎ, মেসিদের সামনে ফের সেই জার্মান-ফ্যাক্টর!

শেষ ষোলোয় মেসির আর্জেন্তিনার মুখোমুখি হয়ে ‘আলপাইন মেসি’ কী বলছেন? বিশ্বকাপে সবচেয়ে বেশি হ্যাটট্রিক হয়েছে ১৯৫৪-এ। আটটা। সাম্প্রতিককালে বিরাশি আর ছিয়াশি বিশ্বকাপে হ্যাটট্রিকের সংখ্যা চার। ২০১৪-এ গ্রুপ লিগ শেষ হওয়ার আগেই দু’টো হ্যাটট্রিক হয়ে গিয়ে চুয়ান্ন-বিরাশি-ছিয়াশিকে চ্যালেঞ্জ জানাচ্ছে ব্রাজিল বিশ্বকাপ। এবং সেই দ্বিতীয় হ্যাটট্রিকের মালিক শাকিরি বলেছেন, “আর্জেন্তিনা সুন্দর ফুটবল খেলে। ওরাই ফেভারিট। তবে ফেভারিটকেও হারানোর একটা চেষ্টা করে দেখতে ক্ষতি কী? ফুটবলের সর্বোচ্চ মঞ্চে যে কোনও কিছুই ঘটা কিংবা ঘটানো সম্ভব। কে বলতে পারে সুইৎজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল খেলবে না?” জন্ম সাবেক যুগোস্লাভিয়ায়। সুইৎজারল্যান্ডের জাতক ফুটবলার শাকিরি। যাঁর সুইসদের পাশাপাশি আলবেনিয়ারও পাসপোর্ট আছে। কিন্তু নাগরিকত্ব বেছে নিয়েছেন রজার ফেডেরারের দেশের। সাড়ে পাঁচ ফুট লম্বা, ৭২ কেজি ওজনের শাকিরি-ই সুইসদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার যিনি একটা ম্যাচে একাধিক গোল করলেন। তাও একেবারে হ্যাটট্রিক!

এহেন সুইস গোলগেটারের বিরুদ্ধে যুদ্ধে আর্জেন্তিনার ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর সবই মেসি। কারণ, আর্জেন্তিনা মিডিয়ার খবর সত্যি হলে এ দিনই চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন মেসির দলের অপরিহার্য ফরোয়ার্ড আগেরো। যার পর তেভেজকে কোচ সাবেয়ার বিশ্বকাপ দলে না নেওয়া নিয়ে প্রশ্ন নতুন করে সরগরম হয়েছে। ক্ষুব্ধ ও হতাশ তেভেজ প্রথমে বাড়ির টিভির সুইচ বন্ধ রেখেছিলেন। বিশ্বকাপই দেখবেন না! এই মুহূর্তে তিনি আবার বন্ধুদের নিজের খরচে চাটার্ড ফ্লাইটে করে নিয়ে গিয়ে সদলবলে গল্ফ খেলে বিশ্বকাপকে ভুলে রয়েছেন।

লিও মেসিকে তাই কার্যত একাই টক্কর নিতে হবে আল্পসের মেসির!

মেসি বনাম আল্পসের মেসি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement