মহমেডান আছে, ইউনাইটেড নয়

গতবার টাকার অভাবে কলকাতা লিগে নামতে পারেনি ইউনাইটেড স্পোর্টস! ফলে এ বার প্রিমিয়ারের ‘এ’-তে জায়গা হয়নি। খেলছে ‘বি’-তে। আই লিগ-টু থেকেও বাদ পড়তে হল ইউনাইটেডকে। যার কারণ ফেডারেশনের কোর কমিটির সভায় দেখানো হয়, ইউনাইটেড তাদের রাজ্যের সেরা টুর্নামেন্ট কলকাতা লিগের মূলপর্বে খেলছে না। যে যুক্তি মানতে নারাজ ইউনাইটেডের অন্যতম কর্তা নবাব ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৫ ০২:২৯
Share:

গতবার টাকার অভাবে কলকাতা লিগে নামতে পারেনি ইউনাইটেড স্পোর্টস! ফলে এ বার প্রিমিয়ারের ‘এ’-তে জায়গা হয়নি। খেলছে ‘বি’-তে। আই লিগ-টু থেকেও বাদ পড়তে হল ইউনাইটেডকে। যার কারণ ফেডারেশনের কোর কমিটির সভায় দেখানো হয়, ইউনাইটেড তাদের রাজ্যের সেরা টুর্নামেন্ট কলকাতা লিগের মূলপর্বে খেলছে না। যে যুক্তি মানতে নারাজ ইউনাইটেডের অন্যতম কর্তা নবাব ভট্টাচার্য। তবে মহমেডান আই লিগ টু-তে খেলার ছাড়পত্র পেয়েছে। গতবার অবনমন হওয়া ডেম্পোও আই লিগ-ওয়ানে খেলার জন্য আই লিগ টু-তে লড়াই করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement