ভারত-পাক সিরিজের ভাগ্য ঘোষণা হয়তো আজ

পাক্ষিক সিরিজ নিয়ে রবিবার দুপুরে বৈঠক হয়ে গেল ভারত এবং পাকিস্তানের বোর্ড কর্তাদের। আইসিসি চেয়ারম্যান তথা ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের সঙ্গে দেখা করলেন পাক বোর্ড প্রধান শাহরিয়র খান।

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৫ ০১:৫৯
Share:

পাক্ষিক সিরিজ নিয়ে রবিবার দুপুরে বৈঠক হয়ে গেল ভারত এবং পাকিস্তানের বোর্ড কর্তাদের। আইসিসি চেয়ারম্যান তথা ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের সঙ্গে দেখা করলেন পাক বোর্ড প্রধান শাহরিয়র খান। বৈঠকে ছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখ্য কর্তা জাইলস ক্লার্কও। যাঁকে বর্তমান অচলাবস্থা কাটানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে কী নিয়ে আলোচনা হল, তা নিয়ে মন্তব্য করেননি কেউ। তবে শাহরিয়র বলেছেন, ‘‘বৈঠকটা সফল হয়েছে। জাইলস আর শশাঙ্কও বৈঠকে ছিল। ঠিক হয়েছে, সোমবার জাইলস সরকারি বিবৃতি দেবে। এর বাইরে কিছু বলতে পারব না।’’

Advertisement

ঘটনা হল, ভারত-পাকিস্তান সিরিজ বাংলাদেশে করার জন্য ভারতীয় বোর্ডকে প্রস্তাব দিয়ে রেখেছে পাক বোর্ড। পাক বোর্ড মনে করছে, বাংলাদেশে তাদের ‘হোম সিরিজ’ হলে সেখান থেকে ‘গেট মানি’ বেশি পাওয়া যাবে। বিকল্প হিসেবে শ্রীলঙ্কার নামও আছে। শেষ পর্যন্ত হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে সোমবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement