ব্যাট নিয়ে আইসিসির নজরদারি
নিজস্ব প্রতিবেদন
ব্যাটের কানায় লেগে বল সোজা গ্যালারিতে। এমনটা এখন আকছার ঘটছে ক্রিকেটবিশ্বে। আর সেটাই বন্ধ করতে চায় আইসিসি। কাপ যুদ্ধ শুরু হওয়ার সপ্তাহ দেড়েক আগে হঠাত্ টনক নড়েছে আইসিসি-র। ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ামক সংস্থা হঠাত্ উঠেপড়ে লেগেছে, ব্যাটসম্যানদের দাপটে কিছুটা রাশ টানতে। এই ধারণা থেকেই বিশ্বকাপে ব্যাটের মাপে নিয়ন্ত্রণ আনতে চলেছে আইসিসি। একই সঙ্গে যেখানে যেখানে সম্ভব, বাউন্ডারির মাপ ৯০ গজ করে দেওয়া হবে। ব্যাটের মাপ বলতে মূলত ব্যাটের কানার মাপ। ক্রিস গেইলের ব্যাটের কানার মাপ বাড়তে বাড়তে যেমন ৪৫ মিলিমিটারে গিয়ে ঠেকেছে, ডেভিড ওয়ার্নারও সে দিকেই এগোচ্ছে। যে ভাবে এবি ডেভিলিয়ার্স ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন, তার পর আইসিসি-র টনক নড়েছে। বোলার ও ব্যাটসম্যানদের এই অসম লড়াই রুখতে এ বার তাই ব্যাটের কানার মাপে নিয়ন্ত্রণ আনার কথা ভাবা হয়েছে বলে জানালেন আইসিসি চিফ এগজিকিউটিভ ডেভিড রিচার্ডসন। এক ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাত্কারে রিচার্ডসন বলেছেন, “ডে’ভিলিয়ার্সের দ্রুততম সেঞ্চুরি নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু দেখা যাচ্ছে প্রায়ই ব্যাটসম্যানের কোনও বাজে শটে বল ব্যাটের কানা ছঁুয়ে সোজা বাউন্ডারি পেরিয়ে যাচ্ছে। তখন তো আপত্তি উঠবেই। সে জন্যই বিশ্বকাপে ব্যাটের স্থূলতা নিয়ন্ত্রণের ব্যাপারে ভাবনা চিন্তা চলছে আইসিসি-র ক্রিকেট কমিটিতে।” এমসিসি-র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি, যার সদস্য প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও, তারা অবশ্য ব্যাটের মাপে এই পরিবর্তন আনার পক্ষপাতী নয়। ব্যাট প্রস্তুতকারী সংস্থাগুলি অবশ্য আইসিসি-র যুক্তি মানতে রাজি নয়।
ওয়ার্নারের হুঙ্কার
ক্রিকেটের বিশ্বযুদ্ধের তাজ রেকর্ড পঞ্চম বার জয়টা অতটাও সহজ হবে না অস্ট্রেলিয়ার। কারণ ঘরের মাঠে খেলা আর প্রত্যাশার চাপ। তবে এ সব নিয়ে কিন্তু মোটেই মাথা ঘামাচ্ছেন না তাঁরা, সাফ জানিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। সদ্য জেতা ত্রিদেশীয় সিরিজ জয়েই পরিষ্কার অজিরা কেমন ফর্মে রয়েছে। তার উপর ঘরের মাঠে খেলার চাপ সামলাতে জিওফ মার্শ, ক্রেইগ ম্যাকডারমটের মতো প্রাক্তনদের পরামর্শ সাহায্য করবে তাঁদের। এমনটাই মনে করেন বিস্ফোরক অস্ট্রেলীয় ব্যাটসম্যান। “আত্মতুষ্ট হওয়া চলবে না। আমরা বিশ্বকাপকে আর একটা টুর্নামেন্ট হিসেবেই দেখছি। যেখানে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে।”
মরিয়া ক্লার্ক
ক্রিকেট ব্যাট নয়, বেসবল ব্যাট। বিশ্বকাপে নামার আগে ফিটনেস পরীক্ষায় পাশ করতে মরিয়া মাইকেল ক্লার্ককে এ ভাবেই প্র্যাকটিস করতে দেখা গেল বুধবার। নেটে ক্লার্কের কালো বেসবল ব্যাট নিয়ে প্র্যাকটিস দেখে অনেকেই অবাক। তবে মরিয়া অজি অধিনায়ক কিন্তু বলে দিচ্ছেন এটা নতুন নয়। “কত জোরে বলটা হিট করতে পারছি সেটা দেখতে চাইছিল মেডিক্যাল স্টাফ। তাই বেসবল ব্যাটে প্র্যাকটিস করছি। এটা নতুন নয়। এর আগেও এ ভাবে প্র্যাকটিস করেছি।”
রিসর্টে কোহলি
তিন পেসারকে নিয়ে মঙ্গলবার অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে গিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এ দিন একটি রিসর্টের স্পা-এ গেলেন বিরাট কোহলি। সঙ্গী জাতীয় দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। যা খবর, দিনদুয়েক ওই রিসর্টে রিল্যাক্স করবেন দু’জন। এ দিকে, বিশ্বকাপ নিয়ে হরভজন সিংহ এ দিন বলেন, “ট্রফি ধরে রাখতে হলে ভারতীয় পেসারদের জাহির খানের মতো পারফর্ম করতে হবে। আর এ বার দুটো নতুন বলে খেলা হবে, তাই স্পিনারদের বল গ্রিপ করতে সুবিধে হবে।”