আজ কলকাতার কিপার কোচের ধর্মযুদ্ধ

বেটে চলে যাওয়ার পর চ্যালেঞ্জ নিয়ে তৈরি করেছি অমরিন্দরকে

শুক্রবার সকালে আটলেটিকো কলকাতার টিম হোটেলে দেশি বখতাওয়ার-কে দেখে মনে হচ্ছিল কুরুক্ষেত্রের আগে দ্রোণাচার্য! কালকের সেমিফাইনালে এক দিকের গোলপোস্টের নীচে তাঁর গত বার আটলেটিকোয় তৈরি করে দেওয়া কিপার এডেল বেটে। অন্য দিকের পোস্টের সামনে এ বছর এটিকেতে তাঁর তুলে আনা নতুন তারকা কিপার অমরিন্দর সিংহ। আইএসএলের ‘গোল্ডেন গ্লাভস’-এর দৌড়ে তাঁর প্রাক্তন আর বর্তমান ছাত্রদ্বয়ই যে এ পর্যন্ত রয়েছেন এক এবং দু’নম্বরে। আটলেটিকো দে কলকাতার কিপার কোচের কাছে শনিবারের ম্যাচ তাই ধর্মযুদ্ধ। সেই যুদ্ধে কী ভাবে জেতাতে চান তাঁর এখনকার ‘অর্জুন’ অমরিন্দরকে? কী ভাবে হারাতে চান প্রাক্তন এটিকে কিপার বেটে আর তাঁর এখনকার দল চেন্নাইয়ানকে? সব কিছু নিয়ে আনন্দবাজারের সামনে দক্ষিণ আফ্রিকান কোচ।শুক্রবার সকালে আটলেটিকো কলকাতার টিম হোটেলে দেশি বখতাওয়ার-কে দেখে মনে হচ্ছিল কুরুক্ষেত্রের আগে দ্রোণাচার্য! কালকের সেমিফাইনালে এক দিকের গোলপোস্টের নীচে তাঁর গত বার আটলেটিকোয় তৈরি করে দেওয়া কিপার এডেল বেটে। অন্য দিকের পোস্টের সামনে এ বছর এটিকেতে তাঁর তুলে আনা নতুন তারকা কিপার অমরিন্দর সিংহ। আইএসএলের ‘গোল্ডেন গ্লাভস’-এর দৌড়ে তাঁর প্রাক্তন আর বর্তমান ছাত্রদ্বয়ই যে এ পর্যন্ত রয়েছেন এক এবং দু’নম্বরে। আটলেটিকো দে কলকাতার কিপার কোচের কাছে শনিবারের ম্যাচ তাই ধর্মযুদ্ধ। সেই যুদ্ধে কী ভাবে জেতাতে চান তাঁর এখনকার ‘অর্জুন’ অমরিন্দরকে? কী ভাবে হারাতে চান প্রাক্তন এটিকে কিপার বেটে আর তাঁর এখনকার দল চেন্নাইয়ানকে? সব কিছু নিয়ে আনন্দবাজারের সামনে দক্ষিণ আফ্রিকান কোচ।

Advertisement

রতন চক্রবর্তী

পুণে শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৫ ০৩:৪৬
Share:

প্রাক্তন ছাত্র বেটের বিরুদ্ধে বখতাওয়ারের (উপরে) বাজি বর্তমান ছাত্র অমরিন্দর (বাঁ-দিকে)।

শুক্রবার সকালে আটলেটিকো কলকাতার টিম হোটেলে দেশি বখতাওয়ার-কে দেখে মনে হচ্ছিল কুরুক্ষেত্রের আগে দ্রোণাচার্য! কালকের সেমিফাইনালে এক দিকের গোলপোস্টের নীচে তাঁর গত বার আটলেটিকোয় তৈরি করে দেওয়া কিপার এডেল বেটে। অন্য দিকের পোস্টের সামনে এ বছর এটিকেতে তাঁর তুলে আনা নতুন তারকা কিপার অমরিন্দর সিংহ। আইএসএলের ‘গোল্ডেন গ্লাভস’-এর দৌড়ে তাঁর প্রাক্তন আর বর্তমান ছাত্রদ্বয়ই যে এ পর্যন্ত রয়েছেন এক এবং দু’নম্বরে। আটলেটিকো দে কলকাতার কিপার কোচের কাছে শনিবারের ম্যাচ তাই ধর্মযুদ্ধ। সেই যুদ্ধে কী ভাবে জেতাতে চান তাঁর এখনকার ‘অর্জুন’ অমরিন্দরকে? কী ভাবে হারাতে চান প্রাক্তন এটিকে কিপার বেটে আর তাঁর এখনকার দল চেন্নাইয়ানকে? সব কিছু নিয়ে আনন্দবাজারের সামনে দক্ষিণ আফ্রিকান কোচ।

Advertisement

প্রশ্ন: আইএসএলে আপনার হাতে পড়লে যে কোনও কিপারই দুর্দান্ত খেলছেল। রসায়নটা কী?

Advertisement

দেশি: আমি কখনও কপিবুক কোচিং করাই না। একঘেয়ে কোচিংও আমার না-পসন্দ। যে কিপারের যা দরকার আমি ঠিক সে ভাবেই এগোই। গত বার বেটেকে যে ভাবে তৈরি করেছিলাম, এ বার অমরিন্দরকে সেটা করিনি। ওর কিপিংয়ের বেসটা ভাল ছিল না। সেটা করতে হয়েছে।

প্র: আটলেটিকো কলকাতার এ বারের এক নম্বর স্প্যানিশ কিপারকে বসিয়ে রেখে এক জন অনামী ভারতীয় কিপারের সাফল্য চমকে দিয়েছে সবাইকে। এটা কী ভাবে সম্ভব হল?

দেশি: সেটাই তো আমার কাজ। মিস্টার হাবাস এ জন্যই আমাকে তাঁর দলে এনেছেন। অমরিন্দর আমার মতোই লম্বা দেখে ভেবেছিলাম একটা চ্যালেঞ্জ নিয়ে ওকে তৈরি করব। ও ছোটবেলায় নাকি সে ভাবে তৈরি হয়নি। তবে শেখার প্রচণ্ড ইচ্ছে আছে। দারুণ ডিসিপ্লিনড্। যা বলি, সেটাই করে। ওর কিপিং-সাইট, রিফ্লেক্স, আউটিং সব তৈরি করেছি। নাগাড়ে নানা কিপিংয়ের ভিডিও ক্লিপিংস দেখিয়ে দেখিয়ে। একটা গোপন কথা বলছি— হাবাস কিন্তু দারুণ পছন্দ করেন অমরিন্দরকে।

প্র: কাল সেমিফাইনালে প্রতিপক্ষ হলেও বেটেকেও তো অনেকটা এ ভাবেই তৈরি করেছিলেন গত বার?

দেশি: না, বেটের পিছনে এত খাটতে হয়নি। বেটে জন্মগত গোলকিপার প্রতিভা। বেসটা বেশ ভাল ছিল। একটু ভাল করে শান দিয়ে নিয়েছিলাম শুধু। এখন এত ভাল খেলছে যে, ওর বিরুদ্ধে গোল করাই কঠিন।

প্র: তা সত্ত্বেও বেটেকে এ বার রাখলেন না কেন?

দেশি: রাখিনি বলাটা ঠিক নয়। বরং চেয়েও পাইনি। হাবাস আর আমি দু’জনেই চেয়েছিলাম ওকে। মনে হয়, চেন্নাইয়ানের প্রস্তাবটা অনেক ভাল ছিল ওর কাছে।

প্র: এ বার তো সেই বেটেকেই টপকে আটলেটিকোকে ফাইনালে উঠতে হবে। বিশেষ করে যদি ডাবল লেগ সেমিফাইনাল টাইব্রেকে গড়ায়।

দেশি: মনে হয় না অত দূর পর্যন্ত গড়াবে। তবে পেনাল্টি শ্যুট-আউট হলে মনে হয় আমাদের সমস্যায় পড়তে হবে। কারণ, বেটে পেনাল্টিতে আইএসএলের সেরা গোলকিপার। এ পর্যন্ত দু’টো পেনাল্টি বাঁচিয়েছে। তার মধ্যে একটা কলকাতারই বিরুদ্ধে।

প্র: শুনলাম বেটে নিয়ে টিম মিটিংয়ে হিউম-দ্যুতিদের আগে টিপস দিয়েছেন। এ বারও দেবেন?

দেশি: সব বলাটা কী ঠিক হবে? শুধু এটুকু বলছি, উপরে বা নিচে—দু’টোতেই এডেকে হারানো কঠিন। ও একমাত্র কেঁপে যায় ওয়ান-টু-ওয়ানে পড়লে। হিউম-দ্যুতি-আরাতাদের আমি সেটা দেখিয়ে দিয়েছি। আরও দু’টো টিপস দিয়েছি। পেনাল্টি মারার সময় ওকে কোন অস্ত্রে বধ করা যায়। তবে সেটা এখানে বলব না।

প্র: গ্রুপ লিগে দু’টো চেন্নাইয়ান ম্যাচের আগে কী টিপস দিয়েছিলেন?

দেশি: এটুকু বলছি, হাবাস এমন এক জন কোচ, যিনি জেতার জন্য সব কিছু করতে পারেন। সেই দক্ষিণ আফ্রিকা থেকে তো ওঁকে দেখছি। সাউথ আফ্রিকান প্রিমিয়ার লিগে আমার টিমের বিরুদ্ধে কোচিং করানোর সময় যা করতেন! হাবাসের সঙ্গে তখন থেকেই পরিচয়। জানেন, ওকে আমি টিভিতে ইন্টারভিউ করেছি।

প্র: পরিসংখ্যান বলছে, এ মরসুমে অমরিন্দর যে ক’টা ম্যাচ (১১) খেলেছেন তাতে ১২ গোল খেয়েছেন। সেভ ৩৪টা। বেটে যে ক’টা ম্যাচ (১০) খেলেছেন তাতে ৯টা গোল খেয়েছেন। সেভ ২৮টা। প্রায় সমান-সমান। গোল্ডেন গ্লাভস কার পাওয়া উচিত?

দেশি: সেমিফাইনাল শেষ হোক। তার পর বলব। এখন বলাটা ঠিক হবে না। তবে অমরিন্দর যে ভাবে বেটেকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে সেটা দেখে খুব ভাল লাগছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement