প্লে অফের লড়াই জমিয়ে দিল আরসিবি

প্লে অফের দৌড়ে টিকে থাকতে গেলে ম্যাচটা জিততেই হত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। প্রায় স্কোয়ার টার্নার উইকেটে অশ্বিন, জাডেজা, স্যামুয়েল বদ্রীদের স্পিন আক্রমণের সামনে প্রথমে সমস্যায় পড়লেও ক্রিস গেইল, এবি ডেভিলিয়ার্সের ব্যাটিং বেঙ্গালুরুকে গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট এনে দেয়। ১১ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে তাই এখনও প্লে অফের দৌড়ে টিকে রইল বিরাট কোহলির আরসিবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০১৪ ০৩:৩২
Share:

গেইলের ছবি পিটিআই

প্লে অফের দৌড়ে টিকে থাকতে গেলে ম্যাচটা জিততেই হত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। প্রায় স্কোয়ার টার্নার উইকেটে অশ্বিন, জাডেজা, স্যামুয়েল বদ্রীদের স্পিন আক্রমণের সামনে প্রথমে সমস্যায় পড়লেও ক্রিস গেইল, এবি ডেভিলিয়ার্সের ব্যাটিং বেঙ্গালুরুকে গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট এনে দেয়। ১১ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে তাই এখনও প্লে অফের দৌড়ে টিকে রইল বিরাট কোহলির আরসিবি।

Advertisement

প্রথমে ব্যাট করে চেন্নাই সুপারকিংস ১৩৮-৪ তুলে কাজটা কঠিন করে দিয়েছিল বেঙ্গালুরুর। অশ্বিনের বল প্রথম থেকেই এক হাতের উপর টার্ন করেছে। বড় শট খেলা সমস্যা হয়ে যাচ্ছিল। প্রথম দিকে কিছুটা গুটিয়ে থাকার পর অবশ্য হাত খোলেন গেইল। করে যান ৫০ বলে ৪৬। তবে আস্কিং রেট দশের উপর চলে যাওয়ার পরেও আরসিবি-কে ম্যাচে রেখে দেয় ডেভিলিয়ার্সের পাওয়ার হিটিং। ১৪ বলে ২৮ করে ম্যান অব দ্য ম্যাচ তিনিই। এ দিন রান পেয়েছেন কোহলিও (২৭)।

রাঁচির উইকেটে ব্যাট করা যে সবচেয়ে কঠিন, তা মানছেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে দুই অধিনায়কও। আর ম্যাচের সেরা ডেভিলিয়ার্স বলছিলেন, “এই আইপিএলের সম্ভবত সবচেয়ে কঠিন উইকেটে। ব্যাট করা খুব কঠিন ছিল। কয়েকটা বলে আমার শট খেলা দেখে নিশ্চয়ই সবার বোকা বোকা লেগেছে। চেয়েছিলাম শেষ পর্যন্ত থেকে ম্যাচটা জেতাতে। যাই হোক, সেই কাজটা যুবরাজ করল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement