প্রধানমন্ত্রীর টুইটার-শুভেচ্ছা

শুভকামনা ক্যাপ্টেন কুল এম এস ধোনি। লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো, দারুণ নেতৃত্ব দাও আর ভারতকে গর্বিত করো। তোমাকে যতটা চিনি, আমি নিশ্চিত তুমি পারবে।

Advertisement
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:৪৮
Share:

• শুভকামনা ক্যাপ্টেন কুল এম এস ধোনি। লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো, দারুণ নেতৃত্ব দাও আর ভারতকে গর্বিত করো। তোমাকে যতটা চিনি, আমি নিশ্চিত তুমি পারবে।

Advertisement


• আমাদের টগবগে, উজ্জ্বল ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলির জন্য শুভেচ্ছা। অভিযানে নিজের সেরাটা দাও। গোটা দেশ অনেক আশা নিয়ে তোমার দিকে তাকিয়ে আছে।


• বেস্ট উইশেস শিখর ধবন। প্রতিবার মাঠে নেমে ভারতকে একটা দারুণ শুরু উপহার দাও। প্রচুর প্রচুর রান করো। আমরা সবাই তোমার জন্য গলা ফাটাব।

Advertisement


• একদিনের ক্রিকেটে জোড়া ডাবল সেঞ্চুরির মালিক একমাত্র ব্যাটসম্যান, রোহিত শর্মার গুণমুগ্ধ ভক্তের সংখা লাখ লাখ। তুমি আমাদের গর্ব!


• শুভেচ্ছা রইল তরুণ বন্ধু অজিঙ্ক রাহানে। বিশ্বকাপ অসাধারণ কাটুক। এই বিশাল সুযোগটা দারুণ ভাবে কাজে লাগানোর চেষ্টা করো।

• সুরেশ রায়না মাঠে সর্বদা ফিল্ডিংয়ে তুখোড় আর ব্যাট হাতে বিধ্বংসী। এ বারও ওদের মেরে পার্কের বাইরে পাঠিও। বাউন্সারগুলোও ছেড়ো না :)


• টুর্নামেন্টটা দারুণ কাটুক অম্বাতি রায়াডু। আমি জানি তোমার ব্যাট রান করেই চলবে আর টুর্নামেন্টে তুমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


• স্যার জাডেজার কে না ফ্যান? তোমার অলরাউন্ড পারফরম্যান্সে ভারত জিতছে, এটা দেখার জন্য মুখিয়ে আছি!


• বয়স কম হলেও অক্ষর পটেল স্পিন আর বাউন্সে বড় বড় ব্যাটসম্যানকে বোকা বানাতে পারে। চাপমুক্ত থেকে নিজের সেরাটা দিও!


• বেস্ট অব লাক ভুবনেশ্বর। প্রতিটা ম্যাচ আমাদের পক্ষে সুইং করাও। তুমি যত তাড়াতাড়ি ব্রেকথ্রু করবে, তত তাড়াতাড়ি ম্যাচ জিতব আমরা!


• আমাদের তরুণ তুর্কি পেসার মোহিত শর্মা দারুণ লাইন আর লেংথে বলটা রাখে। তুমি দলের সম্পদ। শুভেচ্ছা রইল।


• চাইব আমার তরুণ, প্রতিভাবান বন্ধু মহম্মদ শামির বিশ্বকাপ অসাধারণ কাটুক। ভাল খেলো আর উইকেটগুলো নিও।


• অলরাউন্ড পারফরম্যান্সে স্টুয়ার্ট বিনি আমাদের সবাইকে তাক লাগিয়েছে। বিশ্বকাপের জন্য শুভেচ্ছা রইল।


• গুডলাক উমেশ যাদব। তোমার গতি আর রিভার্স সুইং দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ধরাশায়ী করে দিও।


• আমি জানি তোমার স্পিন খেলতে গিয়ে ব্যাটসম্যানদের সমস্যায় পড়তে হবেই। দেশকে জিতিয়ে ফিরো রবি অশ্বিন। দারুণ খেলো! শুভেচ্ছা রইল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement