ভারতে তিন বছর পরের অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপের কোনও ম্যাচ কলকাতা পাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে শুক্রবার শহরের ফুটবল পরিকাঠামো পরিদর্শনে আসা ফিফার প্রতিনিধিরা যুবভারতীকে প্রথম দেখায় পাস মার্কস দিয়ে গেলেন। ফিফার ইভেন্ট বিভাগের বড় কর্তা ইনাকি আলভারেজ প্রায় আড়াই ঘণ্টা স্টেডিয়াম-পরিদর্শন করার পর বললেন, “এত বড় স্টেডিয়াম দেখে আমরা খুশি। এখন আমাদের আলোচনায় বসতে হবে, কী ভাবে যুবভারতীকে কাজে লাগানো যায়। প্রস্তুত করা যায়।” যুবভারতী ছাড়াও প্র্যাকটিসের জন্য সাই এবং ফ্রেন্ডস অব দ্য স্টেডিয়ামের মাঠগুলো ঘুরে দেখলেন তাঁরা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, ফ্রেন্ডস অব দ্য স্টেডিয়ামের মাঠগুলো তাঁদের পছন্দ হয়েছে। এবং সেখানে ফ্লাডলাইট বসানোর কথাও ভাবা হচ্ছে।
ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে মোট সাতটা স্টেডিয়াম দেখার পরে শুক্রবার অষ্টম স্টেডিয়ামটি পরিদর্শন করলেন আলভারেজ। এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতি দেখতে আবারও কলকাতায় আসবেন বলে জানিয়ে গেলেন তিনি। তবে যুবভারতীর অ্যাস্ট্রোটার্ফে খেলা হবে কি না, তা নিয়ে ফুটবল মহলে প্রবল দুশ্চিন্তা থাকলেও, আলভারেজ বললেন, “আমি টেকনিক্যাল লোক নই। তবে মাঠ খুব ভাল অবস্থায় আছে মনে হচ্ছে।” যদিও ফুটবলারদের ড্রেসিংরুম, গ্যালারির দর্শকাসন ও রেফারির ঘরকে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের চাহিদা অনুযায়ী সাজাতে বলেছেন তিনি। এ দিন আলভারেজের সঙ্গে ছিলেন এএফসি-র এক বড় কর্তা উইন্ডসর জন, ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত ও আরও অনেকে।