পুত্র ডেভিড লুকার জন্মদিনে অভিনব পার্টি আয়োজন করেছেন নেইমার। ছবি টুইটার
পেদ্রো না। গ্যারেথ বেল না। টমাস মুলার না। ইকেই গুন্দোগান না।
দলবদলের বাজারে এ বার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যে ক’টা প্রস্তাব পাঠিয়েছে, ফ্যাক্স মেশিনে তার বদলে একটাই উত্তর এসেছে, ‘না’। চিফ এগজিকিউটিভ এড উ়ডওয়ার্ড তাই নিজের চাকরি বাঁচাতে এখন শেষ ছয় দিনে নেমেছেন ‘মিশন নেইমারে’। দলবদলের বাজার শেষ হতে বাকি আর মাত্র ছয় দিন। তার আগেই নেইমারকে সই করাতে ২৪০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত প্রস্তাব দিতে রাজি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
কিছু দিন আগেই লুই ফান গল বলেছিলেন, ম্যান ইউর একটা ‘মার্কি’ ফুটবলার চাই। ‘‘অ্যাশলি ইয়ং দলে থাকলেও ও নেইমার না। নেইমার খুব ভাল প্লেয়ার। ভাল ফুটবলারদের সই করাতে যদি বিশাল অঙ্কের টাকা দিতে হয়, তা দিতেও আমি রাজি রাজি আছি,’’ বলছেন ফান গল। বাস্তিয়ান সোয়াইনস্টাইগার, মর্গ্যান স্নাইডারলিনের মতো মাঝমাঠ তারকাদের সই করালেও এখনও ওয়েন রুনি ছাড়া কোনও ভাল ফরোয়ার্ড নেই ম্যান ইউতে। যে কারণে নেইমারের মতো ফুটবলারকে সই করতে মরিয়া ফান গল। ফরোয়ার্ডে প্রায় প্রতিটা পজিশনে খেলতে পারেন ওয়ান্ডারকিড।
আবার পেদ্রোকে হারিয়ে এখন চাপ বাড়ছে উডওয়ার্ডের উপর। প্রায় প্রতিদিন তাঁর কপালে জুটছে ম্যান ইউ সমর্থকদের কাছ থেকে কটাক্ষ ও সমালোচনা। কারণ উডওয়ার্ড দরকার মতো ফুটবলারদের সই করাতে পারেননি। উডওয়ার্ডের সামনে তাই একটাই রাস্তা। নেইমার আনো, ক্লাব বাঁচাও।
তবে ঘটনা হল, উডওয়ার্ড যতই চেষ্টা করুন নেইমারকে তুলতে, এই স্বপ্নকে বাস্তব করতে করতে হলে অবিশ্বাস্য রকম কাঠখড় পোড়াতে হবে তাঁকে। নেইমারের দাম ১৪ কোটি পাউন্ড হলেও কর মিলিয়ে সেটা ২৪ কোটি পাউন্ডের উপর দাঁড়াবে। তার উপরে আবার নেইমারের জন্যই পেদ্রোকে ছেড়েছিল বার্সা। এই কারণেই নেইমারকে ছাড়ার কথা খাতায়কলমে উড়িয়ে দিচ্ছে স্প্যানিশ প্রচারমাধ্যম। আবার কয়েক জন বিশেষজ্ঞের মতে, ম্যান ইউ থেকে প্রস্তাব আদায় করাটা আসলে সিনিয়র নেইমারের একটা চাল। যাতে বার্সা খুব শীঘ্রই নতুন করে বিশাল অঙ্কের চুক্তি নিয়ে আসে নেইমারের জন্য।
তবে বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমিউয়ের কথায় এটা পরিষ্কার, নেইমারকে সই করানোর চেষ্টায় হয়তো ব্যর্থতাই জুটবে ম্যান ইউর কপালে। ‘‘আমি চাই নেইমার অবসর নিক বার্সেলোনায়। আমরা ওকে ক্লাবে রাখতে চাই। ওকে কোথাও যেতে দেওয়া হবে না,’’ বলছেন বার্তেমিউ।
নেইমারকে যেমন সই করাতে লড়াই করছে ম্যান ইউ, তেমনই আবার গোলকিপার ডেভিড দি জিয়াকে বিক্রি করতেও পারছেন না ফান গল। দলবদলের বাজার শুরু হওয়ার আগে থেকেই দি জিয়াকে সই করতে আগ্রহ দেখায় রিয়াল মাদ্রিদ। ইকের কাসিয়াস দল ছাড়ার পরে দি জিয়াকেই পরিবর্ত হিসাবে দেখছিল রোনাল্ডোর ক্লাব। কিন্তু অগস্ট প্রায় শেষ হতে বসেছে, এখনও দি জিয়ার ভবিষ্যত্ কী, সেটা বোধহয় স্বয়ং দি জিয়াও জানেন না। এখনও পর্যন্ত প্রতিটা ম্যাচেই রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয়েছে। সদ্য সই করা সের্জিও রোমেরোই ফান গলের প্রথম পছন্দ।