মেলবোর্নে সই বিলোচ্ছেন ধোনি। ছবি: টুইটার
শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নারদের পর এ বার অস্ট্রেলিয়া শিবিরে চোট পাওয়া ক্রিকেটারদের তালিকায় ঢুকে পড়লেন শন মার্শও। বক্সিং ডে টেস্টের দু’দিন আগে নেট প্র্যাকটিসে জোশ হ্যাজলউডের বলে হাতে আঘাত পেলেন মার্শ।
এমসিজি-তে জয় মানেই সিরিজ অস্ট্রেলিয়ার। এই অবস্থায় ভারতীয় ড্রেসিংরুমে ‘অস্থিরতা’ কোন জায়গায়, তা নিয়ে প্রশ্ন উঠছে। ব্রিসবেন টেস্টের পর ব্যাটিং অর্ডার নিয়ে সে দিন ধোনি যতটা খুল্লামখুল্লা বলেছেন, অতটা না বললেই পারতেন বলে মনে করেন দেশের প্রাক্তন তারকারা। এমন একটা পরিস্থিতিকে কাজে লাগাবে না অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল, তা আবার হয়? ময়দানে নেমে পড়েছেন প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন। ভারতীয় দলকে খোঁচাতে শুরু করে দিলেন টেস্টের দু’দিন আগে থেকেই। দ্য ডেইলি টেলিগ্রাফের কলামে লিখলেন, “ওরা যে দেশের বাইরে গিয়ে জিততে পারে, ভারতীয়রা তা ভাবতেই পারে না। এটাই ওদের সবচেয়ে বড় দুর্বলতা।” ড্রেসিংরুমে ব্যাটিং অর্ডার নিয়ে গোলমালের প্রসঙ্গ অবশ্যই তুলেছেন হেডেন, যিনি মাঙ্কিগেটের সময় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তাঁর বক্তব্য, “শিখর ধবনের ব্যাট করতে না চাওয়া বুঝিয়ে দেয় ব্যর্থতার ভয় ওকে কী ভাবে তাড়া করছে।” তা ছাড়া ভারতীয় পেস আক্রমণ বিভাগকেও কটাক্ষ করে হেডেন লিখেছেন, “টেস্ট লেভেলে সারাক্ষণ বিষাক্ত বল করে যাওয়ার ধারাবাহিকতা বজায় রাখার ক্ষমতা ওদের নেই।”
এ সব শুনে ভারতীয় শিবির তেতে উঠবে কি না, তার কোনও ইঙ্গিত অবশ্য বুধবার সারা দিন পাওয়া যায়নি। মুখে কুলুপ টিম ইন্ডিয়ার কোচ, অধিনায়ক, সদস্যদের। বরং এই ব্যাপারে অজিরাই তাঁদের চেয়ে দশ পা এগিয়ে। চোট পাওয়া দুই ব্যাটসম্যান ওয়ার্নার ও ওয়াটসন প্র্যাকটিসের পর এ দিন বুক ফুলিয়ে বলেই দিলেন, “কোথায় চোট? এখন বেশ ভাল আছি। বক্সিং ডে-তে মাঠে নামছি।” ওয়ার্নারের বক্তব্য, “স্পিনারদের পেটাতে গেলে একটু লাগছে ঠিকই। তবে ওটা সমস্যা নয়। তেমন হলে ব্যথা নিয়েই খেলব।” শন মার্শের হাতে লাগার পরও অবশ্য তিনি ব্যাট হাতে ফিরে এসে খানিকক্ষণ নকিং করেন। আগের দিন ওয়াটসন আঘাত পাওয়ার পর এ দিন তিনি নেট করলেও পেস বোলারদের মুখোমুখি হননি।
বুধবার ভারতীয়দের নেটে ব্যাট করতে দেখা গেল সুরেশ রায়নাকে। রবি শাস্ত্রী আগেই রায়নার টেস্ট খেলা নিয়ে সরব হয়েছেন। এ দিন নেটে রায়নার ব্যাটিং হয়তো মেলবোর্নে তাঁর নামারই ইঙ্গিত। শিখর ধবনকে কোহলির সঙ্গে বেশ খানিকক্ষণ আলোচনা করতেও দেখা গেল নেটের বাইরে। ভুবনেশ্বর কুমার ফিরতে পারেন এমন খবর থাকলেও এ দিন নেটে তেমন বল করলেন না।