মারা গেলেন ম্যান ইউ মালিক
মারা গেলেন ম্যালকম গ্লেজার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-এর বিতর্কিত মার্কিন মালিকের বয়স হয়েছিল পঁচাশি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাদের ওয়েবসাইটে লেখে, “ক্লাবের প্রত্যেক সদস্যের সমবেদনা রইল গ্লেজার পরিবারের প্রতি।” ২০০৫-এ গ্লেজার ১.২ বিলিয়ন ডলারে রুনিদের ক্লাবকে কেনার সময় অবশ্য তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। ক্লাবের উপর দেনার বোঝা চাপিয়ে আরও অপ্রিয় হন তিনি। তবে মৃত্যুর পরেও ক্লাবের ৯০ শতাংশ গ্লেজার পরিবারের হাতেই রইল। তাঁর দুই ছেলে ক্লাবের চেয়ারম্যান পদে আছেন। এক ছেলে বোর্ডের সদস্য।
যুক্তরাষ্ট্র ওপেনে নেই উডস
পিঠে অস্ত্রোপচারের পর থেকে দীর্ঘদিন তিনি গল্ফ কোর্সের বাইরে। এ বার যুক্তরাষ্ট্র ওপেনেও খেলবেন না বলে জানিয়ে দিলেন টাইগার উডস। পরের মাস থেকে শুরু হতে চলেছে গল্ফের অন্যতম মেজর টুর্নামেন্ট। কিন্তু উডস নিজের ওয়েবসাইটে জানিয়েছেন, “পাইনহার্স্ট-এ থাকতে পারছি না। এখনও পিঠের যা অবস্থা, তাতে আমার পক্ষে প্রতিযোগিতা মূলক গল্ফ খেলা সম্ভব নয়।” ২০১১-য় হাঁটু এবং গোড়ালির চোটে চার মাস মাঠের বাইরে ছিলেন। তার পরে বিশ্বের এক নম্বর আসন ফিরে পেলেও গত মার্চে ডব্লিউজিসি-ক্যাডিল্যাক চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে পিঠের ব্যথায় কাবু হয়ে কোর্স ছাড়তে বাধ্য হন উডস।
অ্যাপিল কমিটির দ্বারস্থ
নিজেদের অস্তিত্ব রক্ষা করতে এ বার অ্যাপিল কমিটির দ্বারস্থ হল কলকাতার দুই ক্লাবমহমেডান, ইউনাইটেড এবং গোয়ার চার্চিল ব্রাদার্স। এএফসি-র নিয়ম মেনে ক্লাব লাইসেন্সের শর্ত পূরণ করতে পারেনি বলে বাতিল করে দেওয়া হয়েছিল কলকাতার দুই ক্লাবসহ চার্চিল এবং রাংদাজিদকে। আজ শুক্রবারই অ্যাপিল করার শেষ দিন হলেও বৃহস্পতিবারই অ্যাপিল কমিটির কাছে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়ে দেয় মহমেডান এবং ইউনাইটেড। চার্চিল ব্রাদার্স সূত্রের খবর, তারাও ইতিমধ্যে অ্যাপিল করেছে। রাংদাজিদের অবশ্য এখনও পর্যন্ত কোনও খবর নেই। জুনের প্রথম সপ্তাহে ভাগ্য নির্ধারণ হবে অ্যাপিল করা ক্লাবগুলির।
অন্য খেলায়
মিলনবিথি ক্লাবের ফুটবল ট্রায়াল শুক্রবার। বিজি প্রেস মাঠে সকাল দশটায়।