বিজয় হাজারে (রঞ্জি ওয়ান ডে টুর্নামেন্ট) ট্রফির দ্বিতীয় ম্যাচেই বড়সড় ধাক্কা খেল লক্ষ্মীরতন শুক্ল-র বাংলা। আঞ্চলিক পর্বের ম্যাচে সোমবার তারা ১৩৬ রানে হেরে গেল সৌরভ তিওয়ারির ঝাড়খণ্ডের কাছে।
রাঁচিতে টস জিতে এ দিন প্রথমে ঝাড়খণ্ডকে ব্যাট করতে পাঠায় বাংলা। কিন্তু ওড়িশার বিরুদ্ধে গত ম্যাচে দাপট দেখালেও এ দিন বোলারদের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয় বলে বলাবলি করছে বাংলা শিবিরই। অশোক দিন্দা ৬৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন। কিন্তু বীরপ্রতাপ সিংহ থেকে শুরু করে বি অমিত বা ইরেশ সাক্সেনা, সবাই ব্যর্থ। অধিনায়ক লক্ষ্মী এবং দলের এক নম্বর স্পিনার সৌরাশিস লাহিড়ী ওভার পিছু চার রানের বেশি দেননি, কিন্তু উইকেটও পাননি। উল্টে ঝাড়খণ্ডের বিরাট সিংহ (৭৬), সৌরভ তিওয়ারি (৪৭) ভাল রান করে যান। শুধু তাই নয়, বাংলা তিনটে ক্যাচও ফেলে। যার মধ্যে দু’টো ফেলেছেন মনোজ তিওয়ারি! যাঁকে কি না টিমের সেরা ফিল্ডারদের অন্যতম বলে ধরা হয়। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৭৩-৫ তোলে ঝাড়খণ্ড।
জবাবে ব্যাট করতে নেমে আবার বিপর্যয়ের মুখে পড়ে বাংলা ব্যাটিং। ঋদ্ধিমান সাহা (৩১) প্রথমে কিছুটা টানার চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। বাংলার শেষ সাত উইকেট উড়ে যায় স্রেফ ৪৪ রানে! বাংলা আরও বিপত্তিতে পড়ে লক্ষ্মী মাত্র ৪ করে রান আউট হয়ে যাওয়ায়। শোনা গেল, রান নিতে গিয়ে পিচে পড়ে যান লক্ষ্মী। বাংলাও তার পর শেষ হয়ে যায় মাত্র ৩৪ ওভারে, ১৩৭ রানে! সর্বোচ্চ মনোজের ৪৩। পরে রাঁচি থেকে ফোনে লক্ষ্মী বলছিলেন, “আজ আমাদের সব কিছু খারাপ হয়েছে। এটাকে একটা খারাপ দিন হিসেবেই দেখা ভাল।” যা পরিস্থিতি, তাতে পরবর্তী পর্বে যাওয়ার জন্য এখন বাকি দুই প্রতিদ্বন্দ্বী ত্রিপুরা ও অসমের বিরুদ্ধে জিততেই হবে বাংলাকে।