চিপকে জয় ভারতের

বিরাট কোহলির সেঞ্চুরির পাল্টা দিলেন এবি ডে’ভিলিয়ার্স। তা সত্ত্বেও অবশ্য ভারতকে হারিয়ে সিরিজ জিততে পারল না তাঁর দল। বৃহস্পতিবার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার উপর তিনশোর বোঝা চাপিয়ে দেওয়ার পর তাদের ৩৫ রানে হারিয়ে দিল ভারত। পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ২-২। রবিবার মুম্বইয়ে শেষ ম্যাচেই হতে চলেছে সিরিজের ফয়সালা। এ দিন চিপকে কোহলির ১৩৮, সুরেশ রায়নার ৫৩ ও অজিঙ্ক রাহানের ৪৫ ভারতকে ২৯৯-৮-এ পৌঁছে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৫ ০২:০৩
Share:

বিরাট কোহলির সেঞ্চুরির পাল্টা দিলেন এবি ডে’ভিলিয়ার্স। তা সত্ত্বেও অবশ্য ভারতকে হারিয়ে সিরিজ জিততে পারল না তাঁর দল। বৃহস্পতিবার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার উপর তিনশোর বোঝা চাপিয়ে দেওয়ার পর তাদের ৩৫ রানে হারিয়ে দিল ভারত। পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ২-২। রবিবার মুম্বইয়ে শেষ ম্যাচেই হতে চলেছে সিরিজের ফয়সালা। এ দিন চিপকে কোহলির ১৩৮, সুরেশ রায়নার ৫৩ ও অজিঙ্ক রাহানের ৪৫ ভারতকে ২৯৯-৮-এ পৌঁছে দেয়। পাল্টা ব্যাট করতে নেমে একা ডে’ভিলিয়ার্স লড়াই করে গেলেন ১১২-র ইনিংস খেলে। এ ছাড়া ওপেনার কুইন্টন ডি ককের ৪৩। বাকিরা সবাই ফ্লপ। একটা সময় ডে’ভিলিয়ার্সই হয়ে উঠেছিলেন ভারতের জয়ের সব চেয়ে বড় বাধা। তাঁকে ফিরিয়ে দিয়ে সেই বাধা দূর করে দেন ভুবনেশ্বর কুমার। যিনি তিন উইকেট নিয়ে এ দিন সব চেয়ে সফল ভারতীয় বোলার। দক্ষিণ আফ্রিকা ২৬৪-৯-এর বেশি আর তুলতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement