গোলের দীপাবলি ঘটিয়ে হ্যাটট্রিকের ‘ঈশ্বর’ রোনাল্ডো

আবার গোল। আবার হ্যাটট্রিক। আবার রেকর্ড। আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি মরসুম শুরু হতে না হতেই রোনাল্ডোর গোলের দীপাবলিতে মাতোয়ারা বের্নাবাও। রবিবার লা লিগায় আটলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে পর্তুগিজ মহাতারকার হ্যাটট্রিকের দাপটে ৫-০ জিতল রিয়াল মাদ্রিদ। জোড়া গোলে উজ্জ্বল করিম বেঞ্জিমাও। তবে গত চার ম্যাচে তিন নম্বর হ্যাটট্রিকের বিস্ফোরণে যাবতীয় আকর্ষণের কেন্দ্রে ছিলেন ‘রিয়াল রকেট’ই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৪ ০২:৩৪
Share:

ম্যাচের পরে বান্ধবী ইরিনার সঙ্গে ডিনারে। ছবি টুইটার

আবার গোল। আবার হ্যাটট্রিক। আবার রেকর্ড। আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

চলতি মরসুম শুরু হতে না হতেই রোনাল্ডোর গোলের দীপাবলিতে মাতোয়ারা বের্নাবাও। রবিবার লা লিগায় আটলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে পর্তুগিজ মহাতারকার হ্যাটট্রিকের দাপটে ৫-০ জিতল রিয়াল মাদ্রিদ। জোড়া গোলে উজ্জ্বল করিম বেঞ্জিমাও। তবে গত চার ম্যাচে তিন নম্বর হ্যাটট্রিকের বিস্ফোরণে যাবতীয় আকর্ষণের কেন্দ্রে ছিলেন ‘রিয়াল রকেট’ই।

শুধু গোলের ফুলঝুরিই নয়, লা লিগায় ২২তম হ্যাটট্রিক করে দুই কিংবদন্তি আলফ্রেড ডি’স্তেফানো আর তেলমো জারার রেকর্ড স্পর্শ করার রংমশালও রয়েছে। যে ফর্মের কলার তুলে এ বার ব্যালন ডি’অরটাও এর মধ্যেই নিশ্চিত করে ফেললেন রোনাল্ডো বলে মনে করছেন রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি। বলছেন “এ বছর বর্ষসেরা কে হবে তা নিয়ে বাজি ধরার মতো কেউ আছে বলে মনে হয় না। পুরস্কারটা কার হাতে উঠবে সে ব্যাপারে আর কোনও সন্দেহ নেই।”

Advertisement

সিআর সেভেন নিজে অবশ্য তাঁর বিস্ফোরক ফর্মের কৃতিত্ব দিচ্ছেন সতীর্থদেরই। হ্যাটট্রিকের সেলিব্রেশনে বান্ধবীকে নিয়ে নৈশভোজে যাওয়ার আগে রোনাল্ডো বলে দেন, “বিবিসি (বেল, বেঞ্জেমা, ক্রিশ্চিয়ানো) দারুণ ভাবে কাজে আসছে দলকে জেতাতে। একসঙ্গে খেলতে খেলতে আমাদের মধ্যে বোঝাপড়াটা তৈরি হয়ে গিয়েছে। এ ভাবেই গোল করে যেতে হবে।”

‘রিয়াল রকেটে’র মতো এতটা ঝলমলে না হলেও রেকর্ড গড়ার দিকে এগোচ্ছেন তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও। রায়ো ভায়েকানোর বিরুদ্ধে বার্সেলোনার ২-০ জয়ে গোল করে আর্জেন্তিনীয় মহাতারকা (২৪৯) লা লিগায় তেলমো জারার (২৫১) সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার দৌড়ে আরও এগিয়ে গেলেন। ম্যাচে দ্বিতীয় গোল নেইমারের। শুধু তাই নয়, চলতি মরসুমে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার ২২টি গোলের মধ্যে ১৯টিতেই মেসি-নেইমার জুটির অবদান রয়েছে। যেটা অক্টোবরের শেষের দিকে এল ক্লাসিকোয় রিয়ালের রোনাল্ডোর পাল্টা জবাব বলে মনে করা হচ্ছে।

রিয়াল সমর্থকরা অবশ্য উৎসবের মধ্যেও দলের ছন্দ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। জাতীয় দলে থাকার জন্য বেশ কিছু দিন তারকাদের পাবে না ক্লাব। রিয়াল কোচ আন্সেলোত্তি অবশ্য আশঙ্কা উড়িয়ে দেন, “ফের লা লিগায় নেমে আমাদের লেভান্তে, লিভারপুল আর বার্সেলোনার চ্যালেঞ্জ সামলাতে হবে। আশা করছি যে ভাবে আমরা খেলছি ঠিক সেই ছন্দটাই ধরে রাখতে পারব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement