ক্যাসিনোয় প্রধান নির্বাচক, তদন্ত শুরু পাকিস্তান বোর্ডের

একে বিশ্বকাপে পরপর হারে দিশাহারা টিম। এর মধ্যে আবার পাকিস্তান বোর্ডকে নতুন করে অস্বস্তিতে ফেললেন প্রধান নির্বাচক মইন খান। অভিযোগ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পর সেই রাতেই ক্রাইস্টচার্চের একটি ক্যাসিনোয় যান তিনি। যা নিয়ে তোলপাড় পাক ক্রিকেটমহলে। টিমের এই করুণ দশাতেও কী ভাবে প্রধান নির্বাচক ফুর্তি করতে ক্যাসিনোয় যেতে পারেন সেই প্রশ্ন উঠে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

করাচি শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:২৬
Share:

প্রশ্ন মইনকে নিয়ে

একে বিশ্বকাপে পরপর হারে দিশাহারা টিম। এর মধ্যে আবার পাকিস্তান বোর্ডকে নতুন করে অস্বস্তিতে ফেললেন প্রধান নির্বাচক মইন খান। অভিযোগ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পর সেই রাতেই ক্রাইস্টচার্চের একটি ক্যাসিনোয় যান তিনি। যা নিয়ে তোলপাড় পাক ক্রিকেটমহলে। টিমের এই করুণ দশাতেও কী ভাবে প্রধান নির্বাচক ফুর্তি করতে ক্যাসিনোয় যেতে পারেন সেই প্রশ্ন উঠে যায়। যার পরই তড়িঘড়ি চাপে পড়ে পাক বোর্ড ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

Advertisement

পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান এ দিন বলেন, “তদন্ত শেষ হওয়ার আগে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে এটা ঠিক, টিম কঠিন পরিস্থিতিতে রয়েছে, গোটা দেশে হতাশা ছেয়ে আছে সেই সময় মইন ক্যাসিনোয় গেলে, সেটা একেবারেই ঠিক নয়।” বিতর্কের রেশ যে কতটা ছড়িয়েছে সেটা পাক বোর্ডের চেয়ারম্যানের এর পরের মন্তব্যে আরও স্পষ্ট। তাঁকে প্রশ্ন করা হয় তা হলে মইন খানকে কি দেশে ফিরে আসতে বলা হবে? শুনে তিনি সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। “এই সময় আমরা সত্যিটা কী সেটা খতিয়ে দেখছি। মইনকে দেশে ফেরার কথা বলার পরিকল্পনা এখনই নেই। এ নিয়ে কিছু ঠিক হয়নি।”

গত মাসে বিশ্বকাপ অভিযানের প্রস্তুতি সফরে রওনা হওয়ার পর থেকে পাকিস্তান টিমকে নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মিডিয়া দলের মধ্যে ঝামেলার কথাও জানিয়েছিল আগেই। তবে পিসিবি চেয়ারম্যান সেটা স্বীকার করছেন না। তিনি বরং বলছেন, “সে রকম কিছু নয়। প্লেয়াররা পারফর্ম করতে পারেনি। ওরা জানে তার জন্য সমর্থকরা কতটা হতাশ। টিমের সঙ্গে আমার কথাও হয়েছে। বলেছি এখনও আশা রয়েছি। ওরা কথা দিয়েছে আরও ভাল খেলার।” শুধু প্লেয়ারদের সঙ্গেই নয়, টিম ম্যানেজার আর মইনের সঙ্গেও কথা বলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement