কাল ইস্টবেঙ্গল ম্যাচ বাতিল

এ বার আইএফএ-কে কটাক্ষ আর্মান্দোর

ইস্টবেঙ্গল বনাম পুলিশ ম্যাচ কম আলোর জন্য ভেস্তে যেতেই কলকাতা লিগে সূচি ওলটপালট। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত ঠিক ছিল, শনিবার ইস্টবেঙ্গল এবং সাইয়ের মধ্যে ম্যাচ হবে। সকালে এ জন্য পুরোদমে প্র‌্যাকটিস করান আর্মান্দো কোলাসো। চোট পাওয়া র‌্যান্টি মার্টিন্স- সহ বেশ কিছু ফুটবলার জিম করেন সুস্থ হয়ে ওঠার জন্য। সাইও নিজেদের মাঠে মেহতাবদের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটাই হচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৪ ০৩:৩৬
Share:

ম্যাচ ভেস্তে যাওয়ার হতাশা কাটিয়ে ফের অনুশীলনে র‌্যান্টি মার্টিন্স। ইস্টবেঙ্গল মাঠে। বৃহস্পতিবার। ছবি: শঙ্কর নাগ দাস

ইস্টবেঙ্গল বনাম পুলিশ ম্যাচ কম আলোর জন্য ভেস্তে যেতেই কলকাতা লিগে সূচি ওলটপালট।

Advertisement

বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত ঠিক ছিল, শনিবার ইস্টবেঙ্গল এবং সাইয়ের মধ্যে ম্যাচ হবে। সকালে এ জন্য পুরোদমে প্র‌্যাকটিস করান আর্মান্দো কোলাসো। চোট পাওয়া র‌্যান্টি মার্টিন্স- সহ বেশ কিছু ফুটবলার জিম করেন সুস্থ হয়ে ওঠার জন্য। সাইও নিজেদের মাঠে মেহতাবদের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটাই হচ্ছে না। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বলে দিলেন, “আবহাওয়ার যা অবস্থা তাতে বিকেল চারটের সময় ইস্টবেঙ্গল মাঠে খেলা দিলে সমস্যা হবে। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সব বন্ধ। তাই স্পনসরদের সঙ্গে কথা না বলে শনিবার যুবভারতীতে ম্যাচ নিয়ে যাওয়া সম্ভব নয়। এ জন্য বাতিল করতে হয়েছে ম্যাচ।”

যার নিট ফল, কলকাতা লিগ হইহই করে শুরু হলেও টুর্নামেন্ট সেই পুরনো ফর্মেই। আবার সূচি বদল। আবার ডামাডোল। ইস্টবেঙ্গল-পুলিশ ম্যাচে ভেস্তে যাওয়া ম্যাচের রেফারির রিপোর্ট এ দিন জমা পড়েছে আইএফএ-তে। তাতে রেফারি রঞ্জিত বক্সি লিখেছেন, “আলো কমে যাওয়ায় খেলা সম্ভব ছিল না। নিয়মানুযায়ী দশ মিনিট অপেক্ষা করে ম্যাচ বন্ধ করে আমি চলে আসি।”

Advertisement

রেফারির যা রিপোর্ট তাতে ম্যাচ রিপ্লে ছাড়া কোনও পথ নেই। রেফারির রিপোর্ট অবশ্য যাচ্ছে লিগ সাব কমিটিতে। ইস্টবেঙ্গল কোচ আর্মান্দো কোলাসো দাবি তুলেছিলেন, যে সময়টা বাকি ছিল, সে সময়টাই খেলা হোক। কর্তারা অবশ্য কার্যত জানিয়ে দিয়েছিলেন, রিপ্লে হলে খেলবেন না। লিগ সাব কমিটির এক সদস্য এ দিন হাসতে হাসতে বলছিলেন, “২০০৭ সালে পিয়ারলেসের কাছে যখন ইস্টবেঙ্গল ২-০-এ হারছিল, তখন ইট বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গিয়েছিল। ২০ মিনিট আগে রেফারি খেলা বন্ধ করে দিয়েছিলেন। পরে কিন্তু ম্যাচটা রিপ্লেই হয়। এবং ইস্টবেঙ্গল ৩-১ জেতে। এ বার তা হলে কেন রিপ্লে হবে না?”

কবে ম্যাচ রিপ্লে হবে, শনিবারের স্থগিত ম্যাচ কবে হবে কেউ জানে না। তবে এ দিন সকালেই অনুশীলনের পর ঘুরিয়ে ইস্টবেঙ্গল কোচ আর্মান্দো অবশ্য এক হাত নিয়েছেন আইএফএ-কে। বলে দিয়েছেন, “টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে, অথচ এর কোনও নিয়ম আমার হাতে নেই। আসলে, এখানে তো ব্লাটার, মোরিনহো, আর্সেন ওয়েঙ্গাররা বসে রয়েছেন। গত বারও যখন একই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, তখন আমাদের ক্লাব-কর্তাদেরও উচিত ছিল, চিঠি দিয়ে সময় পরিবর্তনের আর্জি জানানো। পেশাদার না হলে তো সমস্যা হবেই।” যা শুনে চটেছেন আইএফএ সচিব উৎপলবাবুও। বলে দেন, “টুর্নামেন্ট শুরুর আগেই সব ক্লাবকে কলকাতা লিগের নিয়মাবলি পাঠিয়ে দেওয়া হয়। আর্মান্দোকে যদি কেউ সেটা না জানায়, তবে আমার কিছু করার নেই।”

ইস্টবেঙ্গল ফুটবলাররা অবশ্য ভেস্তে যাওয়া পুলিশ ম্যাচের ভবিষ্যৎ নিয়ে না ভেবে এ দিন অনুশীলন ম্যাচ খেলেন এরিয়ান এবং অনূর্ধ্ব-১৭ টিমের সঙ্গে। দু’টি ম্যাচই মূলত রিজার্ভ বেঞ্চের ফুটবলাররাই খেলেছেন। জয়ও পেয়েছেন প্রস্তুতি ম্যাচ দু’টিতে। শনিবারের ম্যাচ ভেস্তে যাওয়ায় আর্মান্দোর টিমকে মঙ্গলবার খেলতে হবে বিএনআরের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement