‘এ’ দলে ধবন, রায়না

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ঘরের মাঠে বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে তিন দিনের ম্যাচে ভারত ‘এ’-র নেতৃত্ব দেবেন শিখর ধবন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হাতে চোট পেয়ে সিরিজের বাইরে চলে গিয়েছিলেন বাঁ-হাতি ওপেনার। দক্ষিণ আফ্রিকায় পরীক্ষা দিতে নামার আগে ফিটনেস এবং ফর্ম ঝালাই করে নিতে ‘এ’ দলে খেলবেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৬
Share:

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ঘরের মাঠে বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে তিন দিনের ম্যাচে ভারত ‘এ’-র নেতৃত্ব দেবেন শিখর ধবন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হাতে চোট পেয়ে সিরিজের বাইরে চলে গিয়েছিলেন বাঁ-হাতি ওপেনার। দক্ষিণ আফ্রিকায় পরীক্ষা দিতে নামার আগে ফিটনেস এবং ফর্ম ঝালাই করে নিতে ‘এ’ দলে খেলবেন তিনি। অন্য দিকে এক দিনের টিমে সুরেশ রায়নাকে রেখেছেন নির্বাচকেরা। জুনে বাংলাদেশের মাটিতে এক দিনের সিরিজের পর থেকে মাঠের বাইরে আছেন যিনি। সম্প্রতি নেদারল্যান্ডসে ডাচ ক্রিকেট দলের সঙ্গে প্র্যাকটিস করা রায়না ‘এ’ দলের হয়ে এক দিনের ম্যাচ খেলবেন উন্মুক্ত চন্দের নেতৃত্বে। ভারতে এসে ১৬ তারিখ থেকে তিনটি এক দিনের এবং একটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’। দক্ষিণ আফ্রিকা সফরের দল বেছে নেওয়া হবে যার শেষে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement