উডসের শটে রক্তাক্ত সমর্থক

সংহারক মূর্তিতে টাইগার উডস! তবে এ বার প্রতিদ্বন্দ্বীদের সংহার করেননি তিনি। টাইগারের ‘আক্রমণে’ রক্তাক্ত হলেন এক সমর্থক। এক সপ্তাহ আগে পিঠের চোটে হন্ডা ক্ল্যাসিক টুর্নামেন্টের শেষ রাউন্ডে সরে দাঁড়িয়েছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৪ ০২:৫৩
Share:

উডসের শট।

সংহারক মূর্তিতে টাইগার উডস! তবে এ বার প্রতিদ্বন্দ্বীদের সংহার করেননি তিনি। টাইগারের ‘আক্রমণে’ রক্তাক্ত হলেন এক সমর্থক।

Advertisement

এক সপ্তাহ আগে পিঠের চোটে হন্ডা ক্ল্যাসিক টুর্নামেন্টের শেষ রাউন্ডে সরে দাঁড়িয়েছিলেন। সেই একই চোটে রবিবার ডব্লিউজিসি-ক্যাডিলাক চ্যাম্পিয়নশিপেও সমস্যায় পড়েন বিশ্বের এক নম্বর গল্ফার। পেশাদার কেরিয়ারে এই প্রথম কোনও টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে বার্ডি করতে ব্যর্থ হওয়া তো ছিলই। তার উপর প্রথম হোলে তাঁর শট ফস্কে গিয়ে মাথা ফাটে এক সমর্থকেরও। পরে অবশ্য টাইগার সই করে গ্লাভস দেওয়ার পর শেষ পর্যন্ত হাসি ফোটে সেই সমর্থকের।

অগস্টা মাস্টার্সের মাসখানেকও বাকি নেই, ফর্ম আর চোট নিয়ে কিন্তু সমস্যায় উডস। তবে দিন দু’য়েক আগে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ৯১ ফুটের পাট-এ চমকে দিয়েছিলেন উডস। পিজিএ ট্যুরের গত পাঁচ মরসুমে যা সেরা শট। চূড়ান্ত রাউন্ডে সেই ফর্মের ধারে কাছে পাওয়া যায়নি উডসকে। শেষ পর্যন্ত ২৫ নম্বরে শেষ করেন তিনি। চ্যাম্পিয়ন প্যাট্রিক রিডের থেকে তার ব্যবধান দাঁড়ায় ন’শটের।

Advertisement

ঘায়েল দর্শক।

এ ভাবে টাইগারের পিছিয়ে পড়া দেখে এপ্রিলের গোড়ায় মাস্টার্সের আগে তাঁর ফিটনেস ফিরে পাওয়া নিয়ে সমর্থকরা আশঙ্কায়। ৩৯ বছর বয়সি মহাতারকা নিজেই পরে জানান, তাঁর “পিঠের ব্যাথাটা বেশ ভোগাচ্ছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। ষষ্ঠ হোলে দ্বিতীয় শট মারার সময়ই ব্যাথাটা বাড়ে। দেখা যাক কত দ্রুত সমস্যাটা কাটিয়ে ওঠা যায়।” অগস্টা মাস্টার্সের আগে শেষ প্রস্তুতি টুর্নামেন্ট আর্নল্ড পামার চ্যাম্পিয়নশিপে নামার আগে এক সপ্তাহ চোটের শুশ্রূষা করার কথাও বলেন তিনি।

তবুও নিশ্চিন্ত হতে পারছেন না উডস সমথর্করা। চোটের ধাক্কায় মাস্টার্সের প্রস্তুতিটাই না ভেস্তে যায়, সেই আশঙ্কায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement