ইংল্যান্ডের দুই ক্লাবের নজরে দুই মহাতারকা।
লা লিগার স্বপ্নের লড়াই কি পরের বার ম্যাঞ্চেস্টার ডার্বিতে দেখা যাবে? ইউরোপিয়ান দলবদলের বাজারে ঠিক এ রকমই জল্পনা।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যখন তাদের প্রাক্তন ‘পোস্টার বয়’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পুরনো ক্লাবে ফেরাতে মরিয়া, চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটির পাখির চোখ লিওনেল মেসি। এলএম টেনকে বার্সেলোনা থেকে বের করে আনা এক রকম অসম্ভব হলেও বড় রকমের প্রস্তাব দিতে চলেছে ম্যান সিটি। জল্পনা, সেই প্রস্তাব হতে চলেছে ১ কোটি ৭০ লক্ষ পাউন্ডের। সাপ্তাহিক বেতন হিসাবে ৮ লক্ষ পাউন্ড পাবেন মেসি। গোটা কেরিয়ার বার্সায় থাকার কথা বললেও শেষ ব্যালন ডি’অর অনুষ্ঠানে আর্জেন্তিনা রাজপুত্র বলেছিলেন, ‘‘ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না।’’ এক স্প্যানিশ সূত্রের মতে, যদি এলএম টেন বার্সা ছাড়েন তা হলে টাকাই একমাত্র কারণ হবে না। ‘‘টাকার জন্য বার্সেলোনা ছাড়বে না মেসি। কর নিয়ে যে বিতর্ক চলছে ওটা ওকে ভাবাচ্ছে।’’
এলএম টেনকে সই করানোর ব্যাপারে আগাম বার্সার সঙ্গে কথা বলেছে ম্যান সিটি। যদিও মেসিকে সই করালে বছরে তাঁর বেতনের পিছনে অনেক টাকা চলে যাবে ক্লাবের। উয়েফার আর্থিক স্বচ্ছতার নিয়ম অনুযায়ী তখন সমস্যা পড়তে পারে ম্যান সিটি।
তবে অনেকেই মনে করছেন, মেসিকে সই করানোর সিদ্ধান্ত আসলে গুয়ার্দিওলাকে কোচ হিসাবে আনার টোপ। মরসুম শেষেই বায়ার্ন মিউনিখের চুক্তি শেষ হচ্ছে গুয়ার্দিওলার সঙ্গে। স্প্যানিশ কোচের সঙ্গে তাই আগাম কথাবার্তা সেরে রাখতে চায় ম্যান সিটি। বার্সায় কোচ থাকাকালীন গুয়ার্দিওলার অধীনেই চারটে ব্যালন ডি’অর জিতেছিলেন এলএম টেন। নিজের সেরা ফুটবলটা খেলেছিলেন। ম্যানুয়েল পেলিগ্রিনি যদি এই মরসুমে প্রিমিয়ার লিগও জেতেন, তাতেও ম্যান সিটি কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হবে তাঁকে। আর মেসিকে ফের কোচিং করানোর লোভে পড়েই হয়তো ম্যান সিটিতে সই করবেন গুয়ার্দিওলা।
স্প্যানিশ মহাতারকা কোচের প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি পেলিগ্রিনি। কোচ বদলের প্রসঙ্গ এক রকম ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে ম্যান সিটি কোচ বলছেন, ‘‘সবাই গুজব তৈরি করতে পারে। আমার নিজের কাজের উপরে বিশ্বাস আছে। শেষ বার যখন গুয়ার্দিওলার সঙ্গে দেখা হয়েছিল তখন আমরা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিরুদ্ধে খেলেছিলাম।’’
কিংবদন্তি ফুটবলার, স্নেহশীল পিতা। ছবি: এএফপি
এল ক্লাসিকোর স্বপ্নের লড়াই ম্যাঞ্চেস্টার ডার্বিতে আনতে কোনও ত্রুটি রাখছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। তিরিশের উপর রোনাল্ডোর বয়স হলেও, সিআর সেভেনকে সই করতে চায় ম্যান ইউ। পর্তুগিজ মহাতারকাকে নিজভূমিতে ফিরিয়ে আনতে গোপন অস্ত্র হিসাবে উঠে আসছে স্যর অ্যালেক্স ফার্গুসনের নাম। এক স্প্যানিশ দৈনিকের মতে, ম্যান ইউর কিংবদন্তি কোচকে ক্লাব কর্তারা দায়িত্ব দিয়েছেন রোনাল্ডোর সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলতে। ইপিএল জেতার দৌড়ে থাকলেও মরসুমে খুব বেশি গোল করতে পারছে না ম্যান ইউ। পরের বছর এই সমস্যা এড়াতেই রোনাল্ডোকে সই করাতে আরও বেশি মরিয়া ম্যান ইউ। পর্তুগিজ মহাতারকাকে সই করানোর দৌড়ে চেলসি ও প্যারিস সাঁ জাঁর মতো ক্লাবও আছে। তবে ম্যান ইউ আত্মবিশ্বাসী ফার্গুসন মধ্যস্থতা করলে রোনাল্ডো ম্যাঞ্চেস্টারেই আসবেন।
এল ক্লাসিকোতে বিশ্রী হারের পরে সতীর্থদের রোনাল্ডো জানিয়ে দিয়েছিলেন, ‘‘হয় কোচ থাকবে, না হয় আমি।’’ শোনা যাচ্ছিল, রাফায়েল বেনিতেজের ছকের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না সিআর সেভেন। তবে তারকা ফুটবলারের সঙ্গে ব্যক্তিগত ঝামেলা দূরে রেখে অবশ্য বেনিতেজ বলছেন, রোনাল্ডোকে তিনি পুরো স্বাধীনতা দিয়েছেন। রবিবার এইবারের বিরুদ্ধে লা লিগায় নামছে রিয়াল। তার আগে বেনিতেজ বলছেন, ‘‘আমি কখনওই রোনাল্ডো আর বেলকে বলি না একটা জায়গায় খেলতে। ওরা যদি পজিশন বদলাতে চায় কোনও অসুবিধা নেই।’’ রোনাল্ডো প্রসঙ্গে আরও যোগ করেন বেনিতেজ, ‘‘আমার দল খুবই ভাল। প্রতিটা ফুটবলারের সেরাটা বের করতে চাই যাতে মাঠে গিয়ে তারা ভাল করে খেলতে পারে।’’