Yuvraj Singh

পাঁচশো, হাজারের মতো বাতিলেরা দলে! পড়ে কী উত্তর দিলেন যুবরাজ?

প্রায় তিন বছর আগে শেষ ওয়ানডে খেলেছিলেন যুবরাজ সিংহ। এর পর অনেকটা সময়ই মাঠের বাইরে কেটেছে তাঁর। গত বছর টি২০-তে সুযোগ পেয়েও তেমন কিছু করে উঠতে পারেননি। কিন্তু হালও ছাড়েননি। বরং রঞ্জিতে একের পর এক ম্যাচে ব্যাটে ধার বাড়িয়ে গিয়েছেন। আর সেই সুবাদেই ফের দলে প্রত্যাবর্তন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৭ ১৪:২৯
Share:

বাতিল নোটের সঙ্গে তুলনা!

প্রায় তিন বছর আগে শেষ ওয়ানডে খেলেছিলেন যুবরাজ সিংহ। এর পর অনেকটা সময়ই মাঠের বাইরে কেটেছে তাঁর। গত বছর টি২০-তে সুযোগ পেয়েও তেমন কিছু করে উঠতে পারেননি। কিন্তু হালও ছাড়েননি। বরং রঞ্জিতে একের পর এক ম্যাচে ব্যাটে ধার বাড়িয়ে গিয়েছেন। আর সেই সুবাদেই ফের দলে প্রত্যাবর্তন।

Advertisement

এই ফিরে আসার পর কেউ কেউ তাঁকে ‘দ্য ক্যামব্যাক কিঙ্গ’ বলে সম্বোধন করেছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ আবার বাতিল নোটের সঙ্গে তুলনা করে টিপ্পনিও কেটেছেন। ইংল্যান্ড সিরিজে ওয়ানডে এবং টি২০ দুটোতেই দলে জায়গা করে নিয়েছেন যুবরাজ। আর এক অভিজ্ঞ আশিস নেহরা সুযোগ পেয়েছেন টি২০তে। তার পর সোশ্যাল মিডিয়ায় খোঁচা দেওয়া পোস্ট- “মনে হচ্ছে বিসিসিআই এখনও পুরনো ৫০০ আর ১০০০ টাকার নোট নিচ্ছে।” সেই পোস্ট দেখে যুবরাজ কিন্তু ‘বল’ ছেড়ে দেননি। উল্টে সেই খোঁচা দেওয়া পোস্টকেই নিজে শেয়ার করে সোজা হাঁকিয়েছেন ‘ওভার বাউন্ডারি’। সঙ্গে মন্তব্য, “এটা বেশ ভাল! যিনিই এটা তৈরি করে থাকুন।” তাঁর এই স্পোর্টিংলি নেওয়াকে ২৪ ঘণ্টার মধ্যে তারিফ করেছেন ৮৫ হাজার জন। লাইক আরও বাড়ছে। সঙ্গে প্রচুর কমেন্ট। পক্ষেই বেশি। কিন্তু বিপক্ষেও কিছু আছে।

😂😂😂😂 !

Advertisement

😂😂😂😂 !

আরও পড়ুন- আমাদের ব্যাটে ফের ভয়ডরহীন ক্রিকেট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement