কাঁধে চোট থাকা সত্ত্বেও মিশরের ২৩ জনের বিশ্বকাপ সুযোগ পেলেন মহম্মদ সালাহ। গত সপ্তাহে সালাহর ডাক্তার জানিয়েছিলেন সপ্তাহ তিনেকের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন মিশরের স্ট্রাইকার। সালাহ নিজেও সুস্থ হয়ে ওঠার আশ্বাস দিয়েছিলান। প্রত্যাশা মতোই বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হল না সালাহকে।
বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে খেলতে না পারলেও তৃতীয় ম্যাচ থেকে সালাহকে দেখা যাবে বলে খবর। মিশরের প্রথম ম্যাচ উরুগুয়ের বিরুদ্ধে ১৫ জুন। সেই ম্যাচেই সালাহর সঙ্গে খেলার ইচ্ছেপ্রকাশ করেছিলেন লুই সুয়ারেস। কিন্তু সেই ইচ্ছে হয়তো পূরণ হবে না ফুটবলপ্রেমীদের। হিসেব মতো সৌদি আরবের বিরুদ্ধে ২৫ জুন মাঠে নামতে পারেন মিশরের তারকা ফরওয়ার্ড।
সালাহর চোট সারিয়ে তোলার জন্য মিশর ও লিভারপুলের ডাক্তারেরা একসঙ্গে কাজ করছেন। সোমবার সকালেই একটি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে নিজের রিহ্যাবের ছবি পোস্ট করেন সালাহ। যা দেখে উচ্ছ্বসিত গোটা ফুটবলবিশ্ব। মিশরের এক ফুটবলপ্রেমী লিখেছেন, ‘এ ভাবেই দ্রুত সেরে ওঠো। প্রথম ম্যাচ থেকেই তোমাকে মাঠে দেখতে চাই।’ সম্প্রতি ভ্যালেন্সিয়ায় রিহ্যাব করতে গিয়েছেন সালাহ। এক স্প্যানিশ সংবাদমাধ্যমের ভিডিয়োয় সেই ছবি ধরা পড়েছে।