চাঞ্চল্য: সাম্পাওলির হাতের সেই নোটবুক। ছবি: এএফপি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে ড্র। দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লজ্জার হার। নাইজিরিয়াকে হারিয়ে যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন লিয়োনেল মেসিরা, তখনই ফের বিপর্যয় আর্জেন্টিনা শিবিরে। নাইজিরিয়ার বিরুদ্ধে ম্যাচের তিন দিন আগে অনুশীলনের ফাঁকেই ফাঁস হয়ে গেল কোচ হর্হে সাম্পাওলির রণনীতি!
শনিবার মস্কোর কাছে ব্রোনিৎসি ট্রেনিং ক্যাম্পে অনুশীলনের সময় সাম্পাওলি নোটবুকে লিখে রাখছিলেন, নাইজিরিয়ার বিরুদ্ধে কী ছকে তিনি দলকে খেলাতে চান। কে কোথায় খেলবেন। কিন্তু তাঁর সেই পরিকল্পনা আর গোপন থাকল না। চিত্রসাংবাদিকেরা নোটবুকের পাতার ছবি তুলে নেন।
শুক্রবার একই ভাবে ফাঁস হয়ে গিয়েছিল পানামার বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম দল। কোচ গ্যারেথ সাউটগেটের সহকারী স্টিভ হল্যান্ড তাঁর নোটবুকে প্রথম একাদশে যাঁরা খেলবেন, তাঁদের নাম লিখেছিলেন। সেই ছবি তুলে নেন চিত্রসাংবাদিকেরা। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে। চব্বিশ ঘণ্টার মধ্যেই ফাঁস হয়ে গেল সাম্পাওলির পরিকল্পনা।