বিশ্বকাপের মাঝ পথেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল রাশিয়ার রস্তভ শহরে। মঙ্গলবার গভীর রাতে রস্তভ শহরের পুলিশকে বোমাতঙ্কের একাধিক হুমকি দেন দুস্কৃতীরা। যার ফলে শহরের বেশির ভাগ রেস্তোরাঁ, বার, পাব ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেয় পুলিশ। খালি করে দেওয়া হয় শহরের বিভিন্ন হোটেলও। কিন্তু এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার করতে পারেননি রস্তভের স্থানীয় পুলিশ।
রস্তভ পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘২৬ জুন রাতে আমাদের কাছে বোমাতঙ্কের একাধিক হুমকি আসে। দুস্কৃতীরা হুমকি দেয় যে, শহরের একাধিক জায়গায় তাঁরা বোমা ছড়িয়ে রেখেছে। আমাদের প্রতিনিধিরা গোটা শহর তদন্ত করে কোনও বিস্ফোরক খুঁজে পায়নি। এই মুহূর্তে রস্তভের চলাচল আবার স্বাভাবিক হয়ে গিয়েছে।’’
বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচ হয়েছে রস্তভ এরিনায়। সেই শহরে পরের ম্যাচ দ্বিতীয় জুলাই। তার আগে এই বোমাতঙ্ক ভাবাচ্ছে স্থানীয় পুলিশকে। কারা এই হুমকি দিচ্ছে, সে বিষয়েও পরিষ্কার করে কিছু জানায়নি পুলিশ। তাঁদের পরীক্ষা করে মনে হয়েছে, ঘটনাটি
হয়তো সাজানো।
রস্তভ পুলিশের এক কর্তা বলেছেন, ‘‘বিশ্বকাপ শুরুর আগেও মস্কোয় বোমাতঙ্ক ছড়িয়েছিল। এ বার আমাদেরও সেই হুমকি দেওয়া শুরু হয়েছে। গোটা শহরজুড়ে আমাদের প্রতিনিধিরা বিস্ফোরক খুঁজে বার করার চেষ্টা করেছে। আশা করছি সফল ভাবেই সেই কাজটা সম্পূর্ণ করতে পেরেছে আমাদের দল। আমার মনে হয়, বিশ্বকাপে লোককে তাঁতিয়ে রাখার জন্যই এ ধরনের ভুয়ো হুমকি দেয় দুস্কৃতীরা।’’