নিজস্ব চিত্র
আন্তর্জাতিক নারী দিবসের দিনে আইএফএর তরফ থেকে অনন্যা সম্মান দেওয়া হল কৃতী ফুটবলারদের মা ও স্ত্রীদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসসি ইস্টবেঙ্গল গোলরক্ষক দেবজিৎ মজুমদার ও তাঁর মা অর্চনা মজুমদার, মেহতাব হোসেন ও তাঁর মা নুরজাহান বেগম, প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী, অনুর্দ্ধ ১৭ মহিলা দলের গোলরক্ষক অদ্রিজা সরখেল। ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার, মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত ও আই লিগ সিইও সুনন্দ ধর।
দেবজিত বলেন, ‘‘মাকে এই মঞ্চ থেকে সম্মানিত হতে দেখে অসাধারণ লাগছে। তাঁর জন্যই আমি এই জায়গায় আসতে পেরেছি। তাই এটা একে বারেই অন্যরকম অনুভূতি।’’ মেহতাব হোসেন বলেন, ‘‘ছোটবেলায় পড়াশুনায় ভাল ছিলাম না। বাবা আমায় বলেন, হয় পড়াশুনা করতে হবে, নয়ত দু’বছরের মধ্যে ভাল ফুটবলার হতে হবে। তখন মা আমার পাশে দাঁড়ান। এরপর আমার সমস্ত লড়াইয়ের সাক্ষী ছিলেন তিনি। তাঁকে এভাবে আইএফএ সম্মানিত করায় আমি খুব খুশি।’’
আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের প্রশংসা করেন দেবাশিস দত্ত। তিনি বলেন, ‘‘এরকম ভাবে আমাদের সবার জীবনের নেপথ্যে থাকা মা, স্ত্রীদের সম্মান দেওয়ার কথা ভাবার জন্য আইএফএ সচিবকে অনেক ধন্যবাদ।’’ জয়দীপ বলেন, ‘‘ফুটবলের স্বার্থে আইএফএ বেশ কিছু বড় পদক্ষেপ নিচ্ছে এই অনন্যা সম্মান সেই পদক্ষেপেরই একটা অংশ।’’