দীপা (চতুর্থ), সাক্ষী (ব্রোঞ্জ), সিন্ধু (ফাইনালে)
• এত দিন যারা অনেক কথা বলছিল তুমি তাদের চুপ করিয়ে দিয়েছ সিন্ধু। কর্ম কখনও কখনও ‘কলম’কেও হারিয়ে দেয়। সিন্ধু তুমি দেশের গর্ব। অলিম্পিক্সের মেডেল হাতে ফিরবে তুমি। ...সাক্ষীর কৃতিত্ব আমার কাছে হাজার সোনার সমান। আমি গর্বিত সাক্ষী ভারতীয় এবং এক জন মেয়ে...দীপা, ভারতের গর্ব। তোমার গল্প আমাদের আরও অনুপ্রেরণা জোগায়।
অমিতাভ বচ্চন
• পিভি সিন্ধু তোমাকে স্যালুট। ওই স্ম্যাশগুলো পাহাড়কেও নড়িয়ে দেবে। কী আগ্রাসী!!! আর এক জন ভারতীয় মহিলা ইতিহাস গড়ল। গো ফর গোল্ড।
কপিল দেব
• হোয়াট আ ডে! সিলভার হাত মে গোল্ড নজর মে। অল দ্য বেস্ট। হরিয়ানা কি শেরনি অউর ইন্ডিয়া কি জান সাক্ষী মালিক। তুমি দেখিয়ে দিলে মেয়েরা ছেলেদের চেয়ে কম যায় না।
অনুষ্কা শর্মা
• সিন্ধু, তোমার জন্য গর্বিত। ফাইনালের জন্য শুভেচ্ছা।
মমতা বন্দ্যোপাধ্যায়
• দারুণ পাল্টা লড়াইয়ে রিওয় আমাদের প্রথম পদক দিল সাক্ষী। এ রকম পারফরম্যান্সের জন্য চাই দৃঢ়তা ও আত্মবিশ্বাস। অনেক অভিনন্দন।
মহেন্দ্র সিংহ ধোনি
• শুধু একজন অ্যাথলিটই বুঝতে পারে একটা জয়ের গুরুত্ব। অলিম্পিক্সে আমাদের নায়করা প্রতিদিন লড়াই করছে ভারতকে গর্বিত করার জন্য। অভিনন্দন সাক্ষী মালিক।
বিরাট কোহালি
• ভারতের আরও একটা মেয়ে পারল। সিন্ধু অলিম্পিক্স ব্যাডমিন্টন ফাইনালে। ধন্যবাদ ওর কোচ গোপীকে।
কিরণ বেদী
• কী প্লেয়ার! সিন্ধু মনেপ্রাণে চাই তোমাকে আমার ক্লাবে চাইছি। বহুদিন ধরে এই ক্লাবে আমি একা।
অভিনব বিন্দ্রা
কন্যা সন্তান মেরে না ফেললে কী হতে পারে সেটার যোগ্য উদাহরণ সাক্ষী মালিক। চলার পথ যখন কঠিন হয়ে যায় তখন মেয়েরাই বাঁচায়।
বীরেন্দ্র সহবাগ