নায়ক: মেয়েদের ম্যাচের সেরা উপাসনা দাসকে পুরস্কার দিচ্ছেন এবিপি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডি ডি পুরকায়স্থ। নিজস্ব চিত্র
এবিপি পরিবারের উদ্যোগে এ বারের আনন্দ ক্রিকেট আয়োজন করা হয়েছিল ইডেনে।
প্রথম ম্যাচে মুখোমুখি ঈগলস বনাম হক্স। দশ ওভারের ম্যাচে ইন্দ্রজিৎ সেনগুপ্তের নেতৃত্বে হক্সকে ৫৭-৬ স্কোরে আটকে দিয়েছিল ঈগলস। জবাবে দু’ওভার বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জেতে তারা। ২৪ রান করে ম্যাচের সেরা বাণীব্রত মুখোপাধ্যায়।
আকর্ষণের কেন্দ্রে ছিল দ্বিতীয় ম্যাচ। এবিপি পরিবারের উদ্যোগে প্রথম বার আনন্দ ক্রিকেটে আয়োজন করা হয় মহিলাদের ম্যাচ। শার্কস বনাম হোয়েলস ম্যাচে প্রথমে ব্যাট করে ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৫ রান তোলে শার্কস। অধিনায়ক চয়নিকা নন্দের অপরাজিত ৩১ রানের ইনিংসও জেতাতে পারেনি তাদের। বিপক্ষ অধিনায়ক উপাসনা দাস ও ওপেনার ইন্দ্রাণী ঘোষ অপরাজিত ছিলেন ৩৪ ও ১৭ রানে। হোয়েলস জেতে দশ উইকেটে। ম্যাচের সেরা উপাসনা দাস।
তৃতীয় ম্যাচটি ছিল লায়ন্স বনাম টাইগার্সদের মধ্যে। প্রথমে ব্যাট করে ১১০-১ স্কোরে ইনিংস শেষ হয় টাইগার্সদের। কৃপাদ্যুতি সরকারের অপরাজিত ৫৮ রানের সৌজন্যে দশ ওভারে এক উইকেট হারিয়ে ১১০ রান করে টাইগার্স। ১০২-১ স্কোরে আটকে গিয়েছিল বিপক্ষ। অভিষেক রায় (৪৫) ও কৌশিক পাল (৩০)-এর দুরন্ত জুটি জেতাতে ব্যর্থ লায়ন্সদের। আট রানে জেতে টাইগার্স।