উইম্বলডনে নাদাল দশম বাছাই

উইম্বলডনে রাফায়েল নাদাল দশম বাছাই। বুধবার প্রকাশিত ২০১৫ উইম্বলডনের পুরুষ আর মেয়েদের সিঙ্গলসের বাছাই তালিকায় এমনিতে কোনও চমক নেই। নাদালের দশ নম্বর বাছাই হওয়াটাও প্রত্যাশিত। যেহেতু অন্য তিন গ্র্যান্ড স্ল্যামের মতো উইম্বলডনও ইদানীং এটিপির টাটকা র‌্যাঙ্কিং অনুযায়ীই টুর্নামেন্টের বাছাই মনোনয়ন করছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০৩:৩৫
Share:

ছবি: এএফপি।

উইম্বলডনে রাফায়েল নাদাল দশম বাছাই। বুধবার প্রকাশিত ২০১৫ উইম্বলডনের পুরুষ আর মেয়েদের সিঙ্গলসের বাছাই তালিকায় এমনিতে কোনও চমক নেই। নাদালের দশ নম্বর বাছাই হওয়াটাও প্রত্যাশিত। যেহেতু অন্য তিন গ্র্যান্ড স্ল্যামের মতো উইম্বলডনও ইদানীং এটিপির টাটকা র‌্যাঙ্কিং অনুযায়ীই টুর্নামেন্টের বাছাই মনোনয়ন করছে। আগের মতো উইম্বলডনে সেই নির্দিষ্ট প্লেয়ারটির অতীত সাফল্য-ব্যর্থতা দেখে ঘাসের কোর্টে বাছাই আর হচ্ছে না।

Advertisement

নাদাল ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালে হারের পর এটিপি র‌্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে গিয়েছেন। ফলে উইম্বলডনেও এ বার তিনি দশম বাছাই। কিন্তু সাদা চোখে নাদালকে, চোদ্দো গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নাদাল, দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন নাদাল, এ মাসেই স্টুটগার্ট গ্রাসকোর্ট ওপেনজয়ী নাদালকে উইম্বল়ডনে দশ নম্বর বাছাই হতে দেখাটা কেমন যেন অবাকের! গত বারও তিনি এখানে ছিলেন দ্বিতীয় বাছাই। কিন্তু চতুর্থ রাউন্ডে বিদায়ের পর থেকেই নাদালের অবনমনের শুরু। কিছুতেই পুরো চোট সারিয়ে নিজের পুরনো ফর্মে ফিরতে পারছেন না। প্রিয়তম ইউরোপিয়ান ক্লে কোর্ট মরসুমেও এ বার পাঁচটা ম্যাচ হেরেছেন। কোনও খেতাব নেই। গত এক যুগের মধ্যে এই প্রথম। সব মিলিয়ে প্রবল খারাপ সময় চলা নাদাল উইম্বলডনেও বাছাই তালিকা অনুযায়ী চতুর্থ রাউন্ডেই জকোভিচ-ফেডেরার-মারে, প্রথম তিন বাছাইয়ের কারও সামনে পড়বেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement