গত বছর নেমার এবং ওই বহুজাতিক সংস্থার সম্পর্ক ভেঙে যায়। —ফাইল চিত্র
গত বছর ব্রাজিলের ফুটবল তারকা নেমারের সঙ্গে চুক্তি ভেঙে দেয় একটি বহুজাতিক সংস্থা। এমন কাণ্ডের কারণ জানাল সেই সংস্থা। নেমারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। সেই মামলার তদন্তে সাহায্য করতে রাজি হননি নেমার।
ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “নেমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে কারণ বিশ্বাসযোগ্য প্রমাণ থাকা সত্ত্বেও তদন্তে সাহায্য করতে রাজি ছিল না এই ফুটবলার।” ২০১৬ সালে সেই সংস্থার এক কর্মীর ওপর যৌন নিপীড়নের অভিযোগ ওঠে নেমারের বিরুদ্ধে। ২০১৮ সালে তদন্ত শুরু হয়। গত বছর নেমারের সঙ্গে চুক্তি ভেঙে দিলেও কারণ জানায়নি ওই সংস্থা। এ বার সেটাই সামনে এল।
নেমারের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ফ্রান্সের লিগে পিএসজি দলের হয়ে খেলেন নেমার। ফরাসি লিগের সঙ্গেও যুক্ত ওই বহুজাতিক সংস্থা। তবে সেই সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। ১৫ বছর ধরে সম্পর্ক ছিল নেমার এবং ওই সংস্থার। সেই সম্পর্ক ভেঙে যায় গত বছর।