ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। —ফাইল চিত্র।
কোচ সমস্যা মিটেছে, সামনে চলে এসেছে সাপোর্ট স্টাফ সমস্যা। বোর্ডের বা সিওসির মতের সঙ্গে হেড কোচ রবি শাস্ত্রীর মত না মিলতেই যত গোলমাল। শেষ পর্যন্ত তাঁর মত মেনেই ভরত অরুণকে বোলিং কোচ করতে বাধ্য হয়েছে বোর্ড। তারা আগেই রবি শাস্ত্রীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বোলিং কোচ হিসেবে জাহির খানকে বোলিং কোচ ও রাহুল দ্রাবিড়কে ব্যাটিং উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে তা বদলে যায়। এ বার আবার অন্য মত শোনা গেল রবি শাস্ত্রীর।
ভরত অরুণের নাম ঘোষণা করার দিন রবি শাস্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, ‘‘জাহির খান ও রাহুল দ্রাবিড় কী ভাবে কাজ করবেন সেটা বোর্ডের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ওদের দু’জনকেই স্বাগত। ওদের সঙ্গে আমার আলাদা করে কথা হয়েছে।’’ আর শ্রীলঙ্কা সফরে গিয়ে বলে দিলেন, ‘‘আমার কোনও সমস্যা নেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করতে। আমি এই ব্যাপারে একদম পরিষ্কার। রাহুল এলে দলেরই লাভ। আমরা সবাই সেটা জানি। যদি ও সিদ্ধান্ত নিতে পারে ও ওর সময় কী ভাবে দেবে। ও যখন সময় দিতে পারবে, তখন আমার কোনও সমস্যা নেই।’’
আরও খবর: দলটা অধিনায়কের, ক্রিকেটাররাই আসল, বলছেন শাস্ত্রী
জাহির খান সম্পর্কে অবশ্য ভিন্ন মত পোষণ করেছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ। বোলিং কোচ হিসেবে বিসিসিআই ও ক্রিকেট উপদেষ্টা কমিটি জাহির খানের নাম ঘোষণা করলেও পরে তিনি পিছিয়ে পড়েন ভরত অরুণের চাপে। যদিও রবি বলেন, ‘‘আমি কাউকে অসম্মান করিনি। এই ব্যাপারে আমি অনেক ভানা-চিন্তা করেছি। অনেকটা রাস্তা। দু’বছর। অনেক পরিকল্পনার দরকার রয়েছে যাতে প্রয়োজন মতো উপদেষ্টা হিসেবে দলের স্বার্থে তাঁদের পাওয়া যায়।’’ জাহির খানকে উপদেষ্টা হিসেবেই চাইছেন রবি সেটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। এর আগে সচিনকে ব্যাটিং উপদেষ্টা হিসেবেও চেয়েছেন তিনি। সঙ্গে উপদেষ্টা হিসেবে নাম উঠেছে জেসন গিলেসপি, জন্টি রোডসের। এই মুহূর্তে যুব ও ‘এ’ দলের কোচ দ্রাবিড়।