Michel Phelps

ফেল্পসের পিঠে বেগুনি ছোপ কিসের?

রবিবারই নেমেছিলেন অলিম্পিক্সের আসরে। তিনি জলে নামলেই সেরা এই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এ কী দৃশ্য দেখা গেল। মাইকেল ফেল্পসের সারা পিঠে বেগুনি ছোপ ভর্তি। পিঠের ওপর দিকটায় গোল গোল এই ছাপ দেখে সকলেই বিস্মিত হয়ে যান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ১৮:০০
Share:

এই ছোপ নিয়েই উত্তাল ক্রীড়াবিশ্ব।

রবিবারই নেমেছিলেন অলিম্পিক্সের আসরে। তিনি জলে নামলেই সেরা এই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এ কী দৃশ্য দেখা গেল। মাইকেল ফেল্পসের সারা পিঠে বেগুনি ছোপ ভর্তি। পিঠের ওপর দিকটায় গোল গোল এই ছাপ দেখে সকলেই বিস্মিত হয়ে যান। শুরু হয় আলোচনা। অনেকেই ধরে নেন এটা এক ধরণের ট্যাটু। আবার কেউ বলতে শুরু করেন ফেল্পস হয়তো অনেকগুলো টেনিস বলের উপর শুয়েছিলেন রাতে। কিন্তু পরে জানা যায় এটা একটা থেরাপির অংশ। যেই থেরাপিকে বলা হয় কাপিং।

Advertisement

কাপের মতো এক ধরণের জিনিস পিঠের উপর দিয়ে এই থেরাপি করা হয়। ‘মাসল রিকভারি থেরাপি’র অংশ এটা। যেখানে এক ধরণের কাপের মতো জিনিস গরম করে পিঠের উপর চেপে ধরা হয়। কিছুক্ষণ পর সেটা টেনে তোলা হয়। তাতেই মাসল রিল্যাক্স হয়ে যায়। তবে এটা খুব প্রচলিত চিকিৎসা নয়। সব অ্যাথলিটরাই যে করেন তা নয়। কিন্তু ফেল্পস এটা নিয়মিত করেন।

আরও খবর

Advertisement

ভল্টিং হল টি২০ ম্যাচ, দীপার ভাগ্য তাই ওই দিনটায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement