ইতিহাসের সামনে অন্য ওয়েস্ট ইন্ডিজ

ডারেন স্যামি তাঁর টিম নিয়ে আজ, রবিবার ইডেনে নামার আগে আর একটা ফাইনালে নামছে ওয়েস্ট ইন্ডিজ। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালও আজই। যে ফাইনালে তিন বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে স্টেফানি টেলরের ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন:

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ০৩:৪৫
Share:

ডারেন স্যামি তাঁর টিম নিয়ে আজ, রবিবার ইডেনে নামার আগে আর একটা ফাইনালে নামছে ওয়েস্ট ইন্ডিজ। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালও আজই। যে ফাইনালে তিন বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে স্টেফানি টেলরের ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

পুরুষদের ফাইনালের দুটো টিম যদি সমানে-সমানে হয়, তা হলে মেয়েদের দুই ফাইনালিস্টের মধ্যে আকাশপাতাল তফাত। এক দিকে অস্ট্রেলিয়া, যারা টানা চতুর্থ বার কাপ জেতার বিরাট দাবিদার। যারা এ বার বিশ্বকাপে নিউজিল্যান্ড ম্যাচ হারা বাদ দিলে অপরাজেয়। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ, যারা এই প্রথম সেমিফাইনাল গেরো টপকে কাপের ধরাছোঁয়ার মধ্যে। যারা দেশকে স্বপ্ন দেখাচ্ছে জোড়া ট্রফিজয়ের সেলিব্রেশনের।

দু’দেশের ব্যাটিংই বিস্ফোরক, কিন্তু অস্ট্রেলীয় বোলিংয়ের ধার অনেক বেশি। বিশেষ করে দুই পেসার মেগান শুট এবং রেনে ফ্যারেলন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক স্টেফানি অবশ্য হুঙ্কার দিয়ে রেখেছেন যে, অস্ট্রেলীয় চ্যালেঞ্জ নিতে তৈরি তাঁর টিম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement