বিদায়: আর্সেনালকে বিদায় জানালেও কোচিং চালিয়ে যেতে চান ওয়েঙ্গার।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের ফুটবল ম্যানেজার হিসেবে তাঁর দীর্ঘ ২২ বছরের ইনিংস শেষ হয়েছে সম্প্রতি। কিন্তু আর্সেনাল ছাড়ার ধাক্কা এখনও সামলাতে পারেননি তা স্বীকার করেছেন সেই ফরাসি ফুটবল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার। জানিয়েছেন, এখনও তিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে চান। রাশিয়ার বিশ্বকাপ শুরুর আগেই সে ব্যাপারে তিনি বিস্তারিত জানাবেন।
আর্সেনালের হয়ে অতীতে সাফল্য পেলেও সদ্য শেষ হওয়া মরসুমে কোনও ট্রফি ওঠেনি ৬৮ বছরের এই বর্ষীয়ান ম্যানেজারের হাতে। পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি আর্সেনাল। আগামী মাসে রাশিয়ায় বিশ্বকাপ শুরু হচ্ছে। যেখানে ওয়েঙ্গার কাতারের একটি টিভি চ্যানেলের হয়ে বিশেষজ্ঞের ভূমিকা পালন করবেন। আর্সেনালের হয়ে ১২৩৫ ম্যাচ ডাগআউটে বসেছেন ওয়েঙ্গার। শেষ ম্যাচে হাডার্সফিল্ডের বিরুদ্ধে ১-০ জিতে শেষ করেছেন তিনি।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে চলতি সপ্তাহে প্যারিসে বসে ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে ওয়েঙ্গার বলেন, ‘‘আর্সেনাল ছেড়ে আসার ধাক্কা এখনও সামলাতে পারিনি। আগামী দিনে ম্যানেজার হিসেবেই কাজ করতে চাই। কিন্তু এখনই কিছু বলার মতো হয়নি। তবে ১৪ জুন বিশ্বকাপ ফুটবল শুরু পর্যন্ত সময় নিচ্ছি। তার মধ্যেই পরবর্তী সিদ্ধান্ত জানাব। ম্যানেজার হিসেবেই কাজ চালিয়ে যেতে চাই আমি। তবে কোথায়, সেটা এখনই বলা যাচ্ছে না।’’
আর্সেনালের হয়ে তিনটি প্রিমিয়ার লিগ খেতাব ও সাতটি এফ এ কাপ জিতেছিলেন ওয়েঙ্গার। তিনি বলছেন, ‘‘আমার বেশ কিছু বন্ধু রয়েছেন। যারা সমুদ্রের ধারে গিয়ে সপ্তাহান্তের ছুটি কাটায়। তাঁদের দেখলে আমার ঈর্ষা হয়। কারণ, আমি তা করতে পারি না। ভীষণ একঘেয়ে লাগে। পাল্টা লড়াই করার মতো একটা কিছু করতে চাই সারা জীবন। এত দিন নিঃশ্বাসে-প্রশ্বাসে ফুটবল নিয়ে বেঁচেছি। এর বাইরে আর কিছু ভাবতেই পারি না।’’
ওয়েঙ্গার আরও বলেন, ‘‘আমার সামনে একটা খোলা পাতা পড়ে রয়েছে। সেই পাতায় নতুন অধ্যায় লেখার সময় ও সুযোগ রয়েছে এখনও।’’