বোলারদের সাহায্য করতে রাখা হচ্ছে ঘাস

ওয়াংখেড়ের সবুজ পিচে ভয়ের ইঙ্গিত

ধোনি বাহিনীর সঙ্গে ক্যারিবিয়ানদের সেমিফাইনালের যুদ্ধ ঘিরে আপাতত উত্তেজনায় ফুটছে গোটা মুম্বই। এই মহারণের জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে সেজে উঠেছে ওয়াংখেড়েরের ২২ গজ। এই ম্যাচেও বিরাট-রোহিতদের থেকে আর একটা ধুঁয়াধার ব্যাটিং ইনিংসের অপেক্ষায় পল গুণছে গোটা দেশটাই। কিন্তু সত্যিই কি মুম্বইতে আর এক প্রস্থ ঝোড়ো ইনিংসের দেখা মিলবে বিরাট বা গেইলের ব্যাটে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৬ ১৫:৫১
Share:

ধোনি বাহিনীর সঙ্গে ক্যারিবিয়ানদের সেমিফাইনালের যুদ্ধ ঘিরে আপাতত উত্তেজনায় ফুটছে গোটা মুম্বই। এই মহারণের জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে সেজে উঠেছে ওয়াংখেড়েরের ২২ গজ। এই ম্যাচেও বিরাট-রোহিতদের থেকে আর একটা ধুঁয়াধার ব্যাটিং ইনিংসের অপেক্ষায় পল গুণছে গোটা দেশটাই। কিন্তু সত্যিই কি মুম্বইতে আর এক প্রস্থ ঝোড়ো ইনিংসের দেখা মিলবে বিরাট বা গেইলের ব্যাটে? ওয়াংখেড়ের পিচের চরিত্র কিন্তু অন্য কথা বলছে। সূত্রের খবর, এই পিচে বিধ্বংসী ব্যাটিংয়ের দেখা পাওয়ার সম্ভাবনা বেশ কম।

Advertisement

টি-২০ প্রথাগত হিসেবের বিপরীত পথে হেঁটে পাটা উইকেটের বদলে ওয়াংখেড়ের ২২গজে একপ্রস্থ ঘাসের পর্দা চড়ানো হয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই ব্যাটসম্যানদের কিছুটা সমস্যা হতে বাধ্য। তার মধ্যে গত কয়েক দিন মুম্বইতে তাপমাত্রার পারদ বেশ উপরের দিকে। পিচের চরিত্রের রকমফেরে এই তাপমাত্রাও একটা বড় কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে ওয়াংখেড়েতে হওয়া শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে কম বিতর্ক হয়নি। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলিদের ২১৪ রানের বিরাট পরাজয়ের ক্ষত এখনও দগদগে। প্রোটিয়াদের ৪৩৮ রানের জবাবে সে বার ভারত গুটিয়ে গিয়েছিল মাত্র ২২৪-এ। এই পিচ নিয়ে কিউরেটর সুধীর নায়েকের সঙ্গে টিম ইন্ডিয়ার ডিরেক্টর রবি শাস্ত্রীর ঝগড়াটাও এখনও বোধহয় ক্রিকেট বাফদের স্মৃতিতে তাজা।

Advertisement

এমনিতেই বিনোদনের টি-২০-র মূল আকর্ষণ ওই ধুম ধারাক্কা ব্যাটিংয়েই। ওয়াংখেড়ের কালকের পিচকে খুব একটা ব্যাটিং সহায়ক না করার সিদ্ধান্ত যদি টিম ইন্ডিয়ার দিকে বুমেরাং হয়ে ফিরে আসে, তা হলে কাল মাঠে উপস্থিত ৩৩ হাজার দর্শকের প্রতিক্রিয়া সামলানোর দায়িত্ব কে নেবেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন-মওকা মওকা: এ বার কি তবে প্লেনের টিকিট কাটার পালা ক্যারিবিয়ানদের?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement